shono
Advertisement

Breaking News

আরও আক্রমণাত্মক ট্রাম্প, সাংবাদিকের মৃত্যুতে প্রবল চাপে সৌদি আরব

সৌদিকে অস্ত্র বিক্রির উপর স্থগিতাদেশ জারি জার্মানির৷ The post আরও আক্রমণাত্মক ট্রাম্প, সাংবাদিকের মৃত্যুতে প্রবল চাপে সৌদি আরব appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Oct 22, 2018Updated: 03:38 PM Oct 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগ্গির মৃত্যুরহস্যে আবারও মার্কিন প্রেসিডেন্টের আক্রমণের মুখে পড়তে হল সৌদি আরবকে৷ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় ডোনাল্ড ট্রাম্প জানান, সাংবাদিক খাশোগ্গিকে হত্যার বিষয়ে ক্রমাগত মিথ্যার আশ্রয় নিয়ে গিয়েছে সৌদি আরব৷ যা অন্যায়৷ একই ইস্যুতে সৌদি আরবকে অস্ত্র বিক্রির উপর স্থগিতাদেশ জারি করল জার্মানি৷ এই নির্দেশিকা জারি করলেন স্বয়ং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল৷ সরাসরি জামাল খাশোগ্গির হত্যার বিষয়টি উল্লেখ না করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাথায় রেখে অস্ত্র বিক্রির উপরে স্থগিতাদেশ জারি করা হচ্ছে৷

Advertisement

[বিশ্বের দীর্ঘতম উভচর বিমানের সফল পরীক্ষা করল চিন]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স আবদুল আজিজ সলমনকে ফোন করে হুঁশিয়ারি দেন, যদি এমন প্রমাণ পাওয়া যায় যে খাশোগ্গির হত্যার ঘটনায় সৌদি সরকার জড়িত, তাহলে তিনি সৌদি আরবের বিরুদ্ধে ‘ভয়ঙ্কর শাস্তিমূলক’ ব্যবস্থা নেবেন। সেই শাস্তি সামরিক ব্যবস্থা বা আর্থিক নিষেধাজ্ঞাও হতে পারে। এমন ইঙ্গিতও দিয়ে রাখেন ট্রাম্প। এরপরেই সাংবাদিক জামাল খাশোগ্গি অন্তর্ধান রহস্যে নয়া মোড় আসে। ইস্তানবুলের সৌদি দূতাবাসেই প্রাণ হারিয়েছেন খাশোগ্গি, অবস্থান পালটে স্বীকার করে সৌদি আরব। সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সাদ আল-মোজেব দাবি করেন, দূতাবাসের ভিতরে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন খাশোগ্গি। তা গড়ায় হাতাহাতিতে। গুরুতর চোট লাগায় সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই সাংবাদিক। তবে কাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান খাশোগ্গি এবং তাঁর দেহ লোপাট হল কী করে, তা নিয়ে মুখ খোলেননি তিনি। যদিও এদিকে এহেন দাবি মানতে নারাজ আন্তর্জাতিক মহল। তুরস্ক-সহ অনেক দেশই দাবি করে, খুন করা হয়েছে ওয়াশিংটন পোস্ট-এর কলামিস্ট খাশোগ্গিকে।

[ঐতিহাসিক রুশ-মার্কিন পরমাণু অস্ত্র চুক্তি বাতিল, ঘোষণা ট্রাম্পের]

এরপর আবারও, মার্কিন প্রেসিডেন্টের আক্রমণের মুখে পড়তে হল সৌদি আরবকে৷ বিষয়টিকে মোটেই ভাল চোখে দেখছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ যদিও আক্রমণের পাশাপাশি সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, খাশোগ্গি ইস্যুতে সৌদি আরব প্রতারণা ও মিথ্যার আশ্রয় নিলেও, মহম্মদ বিন সলমনের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে৷ তিনি আশা করেন, দৃঢ়ভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করবেন সৌদির যুবরাজ৷

The post আরও আক্রমণাত্মক ট্রাম্প, সাংবাদিকের মৃত্যুতে প্রবল চাপে সৌদি আরব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement