shono
Advertisement

লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প!

পরিবারের সদস্যকে ফিরে পেতে মার্কিন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে ‘বন্দি’ আফ্রিদির পরিবারও৷ The post লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Jul 20, 2019Updated: 05:13 PM Jul 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯/১১-এর পর যখন বিশ্বের সর্বত্র তন্নতন্ন করে আল-কায়দা প্রধানের খোঁজ করছিল আমেরিকা, তখন পাকিস্তানের অ্যাবোটাবাদে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল এই জঙ্গি নেতা৷ গুণাক্ষরেও কাউকে বুঝতে দেয়নি নিজের উপস্থিতি৷ কিন্তু কথাতেই রয়েছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’৷ তেমনই জঙ্গি লাদেনের গন্ধ পেয়েছিলেন চিকিৎসক শাকিল আফ্রিদি৷ সেই খবর তিনি পৌঁছে দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র কাছে৷ ব্যস এইটুকুই! তারপরের ঘটনা কারও অজানা নয়৷ ২০১১-র ২ মে লাদেনকে খতম করে ইউএস নেভি সিল৷ কিন্তু, দুঃখের বিষয় হল, এরপর থেকে পাকিস্তানে জেল বন্দি রয়েছেন চিকিৎসক শাকিল আফ্রিদি৷ তবে এবার হয়তো তাঁর শাপমুক্তি ঘটতে পারে৷ সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আসন্ন বৈঠকে চিকিৎসক আফ্রিদির মুক্তির আবেদন করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷

Advertisement

[ আরও পড়ুন: জঙ্গি হাফিজের গ্রেপ্তারি ‘লোক দেখানো’, পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে বার্তা ট্রাম্প প্রশাসনের]

ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানান, ‘‘মার্কিন রাষ্ট্রপতি ও আমেরিকাবাসীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷ ওই অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখতে এবং নিজেদের শক্তি প্রমাণ করতে, পাকিস্তানের অবশ্যই ডাক্তার আফ্রিদিকে রেহাই দেওয়া উচিত৷ অনৈতিক ভাবে দীর্ঘদিন ধরে তাঁকে যে কারাবন্দি করে রাখা হয়েছে, সেই অবস্থার অবসান ঘটানো উচিত৷’’ পরিবারের সদস্যকে ফিরে পেতে মার্কিন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে আফ্রিদির পরিবারও৷ তাঁদের বক্তব্য, ‘‘জেলের মধ্যে, যে ঘরে আফ্রিদিকে রাখা হয়েছে, সেখানে কোনও জানালা নেই৷ নেই আলো৷ প্রচণ্ড গরম৷ এবারও যদি প্রধানমন্ত্রী ইমরান খান চিকিৎসক আফ্রিদিকে মুক্তি না দেন, তবে তাঁর এই মার্কিন সফর ব্যর্থ৷’’

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান৷ সূত্রের খবর, আগামী ২২ জুলাই তিনদিনের মার্কিন সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী৷ যে বৈঠকের দিকে চেয়ে রয়েছে নয়াদিল্লিও৷ ভারতের আশা, এই বৈঠক থেকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান কড়া বার্তা দেবেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড-সহ অন্যান্যদের সহায়তায় ইতিমধ্যেই জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ৷ দীর্ঘ টালবাহানার পর যে প্রস্তাবকে সমর্থন করেছে পাকিস্তানের সব ঋতুর বন্ধু চিনও৷ এমনকী, পাকিস্তানকে ‘ধূসর তালিকাভুক্ত’ করেছে এফএটিএফ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে ইতিমধ্যেই চরম হুঁশিয়ারি দিয়েছে ‘দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)।

[ আরও পড়ুন: ইরানের সঙ্গে ঘনাল যুদ্ধের মেঘ, সৌদি আরব পাড়ি দিচ্ছে মার্কিন ফৌজ ]

The post লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement