shono
Advertisement

চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ছুড়ে ফেলল টিটিই!

বিশাখাপত্তনম ছাড়ার পরই ট্রেনে ম্যাজিস্ট্রেট চেকিং শুরু হয়৷ একই কামরায় ওঠেন অনেক টিকিট পরীক্ষক৷ টিকিট চেকিং করার সময় ওই কিশোরের কাছে টিকিট না থাকায় টিকিট পরীক্ষকরাই তাকে ধাক্কা মারে বলে দাবি যাত্রীদের৷
Posted: 09:10 PM Jun 25, 2016Updated: 07:26 PM Jun 25, 2016

স্টাফ রিপোর্টার: চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে এক কিশোরকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ট্রেন টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে করমণ্ডল এক্সপ্রেসে ভুবনেশ্বরের কাছাকাছি মঞ্চেশ্বর স্টেশনের কাছে৷ যদিও টিকিট পরীক্ষকদের দাবি, টিকিট না থাকায় আতঙ্কে অসংরক্ষিত কামরা থেকে ঝাঁপ মেরেছে ওই কিশোর৷ যাত্রীদের অবশ্য পাল্টা দাবি, টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্যের জেরেই এই ঘটনা ঘটেছে৷

Advertisement

শুক্রবার রাত সাতটা নাগাদ বিশাখাপত্তনম থেকে করমণ্ডল এক্সপ্রেসে অসংরক্ষিত জেনারেল কামরায় ওঠে পি কৃষ্ণা নামে ওই কিশোর৷ সহযাত্রীদের মারফত খবর, কটকে সে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল৷ বিশাখাপত্তনম ছাড়ার পরই ট্রেনে ম্যাজিস্ট্রেট চেকিং শুরু হয়৷ একই কামরায় ওঠেন অনেক টিকিট পরীক্ষক৷ টিকিট চেকিং করার সময় ওই কিশোরের কাছে টিকিট না থাকায় টিকিট পরীক্ষকরাই তাকে ধাক্কা মারে বলে দাবি যাত্রীদের৷

টিকিট পরীক্ষকদের পাল্টা দাবি, টিকিট পরীক্ষা করতে এগোতেই তাঁরা দেখেন এক কিশোর চলন্ত ট্রেনে মঞ্চেশ্বর স্টেশনে ঝাঁপ মারে৷ মঞ্চেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের স্টপেজ না থাকায় পরে চেন টেনে ট্রেন থামানো হয়৷ ওই ট্রেনে করেই ওই কিশোরকে কটক নিয়ে যাওয়া হয়৷ সেখানে গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা চলছে৷ ইস্টকোস্ট রেলের তরফেও জানানো হয়েছে, টিকিট না থাকায় আতঙ্কে ঝাঁপ মেরেছে ওই কিশোর৷ তবে এই ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা৷

তাঁদের দাবি, ট্রেনে টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্যে আতঙ্কগ্রস্ত হতে বাধ্য হন যাত্রীরা৷ তাছাড়া টাকা নিয়ে সিট পাইয়ে দেওয়া নিত্য দিনের ঘটনা৷ এর প্রতিবাদেই বিক্ষোভ৷ যদিও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনে কমার্শিয়াল অফিসাররা চেকিং করেছেন বলে রেলের তরফে খবর৷ এর আগেও আজাদ হিন্দ এক্সপ্রেসেও এক টিকিটহীন যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে৷ তখনও ট্রেন থেকে যুবককে ধাক্কা দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে৷ পরে জানা যায় টিকিট না থাকায় আতঙ্কে ঝাঁপ দিয়েছিল সেই যুবকও৷ চলন্ত ট্রেনে টিটিদের বিরু‌দ্ধে এমন অমানবিক ঘটনায় বিব্রত রেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement