shono
Advertisement

এক চিলতে হলুদেই সারিয়ে তুলতে পারবেন এই সমস্যাগুলি

ঘরোয়া টোটকার ক্ষেত্রে তাই হলুদ ব্যবহার অব্যর্থ৷ তা কোন কোন অসুখের ক্ষেত্রে এক চিলতে হলুদ ব্যবহারেই স্বস্তি মেলে? The post এক চিলতে হলুদেই সারিয়ে তুলতে পারবেন এই সমস্যাগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Nov 27, 2016Updated: 04:47 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশলা সংসারে রানি হলুদ৷ কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে৷ মশলাদের এই রমণীর গুণও কিন্তু কম নয়৷ প্রায় প্রতিটি রান্নাতেই হলুদ দেওয়া হয়৷ কাঁচা মাছ-মাংসেও হলুদ মাখিয়ে রাখা হয়৷ স্রেফ স্বাদের জন্য অবশ্য নয়৷ হলুদের জীবাণুনাশক ক্ষমতার কারণেই এই ব্যবস্থা৷ এ কারণেই বহু রোগ-ব্যাধি, শারীরিক সমস্যা সারিয়ে তুলতেও হলুদের জুড়ি মেলা ভার৷ ঘরোয়া টোটকার ক্ষেত্রে তাই হলুদ ব্যবহার অব্যর্থ৷ তা কোন কোন অসুখের ক্ষেত্রে এক চিলতে হলুদ ব্যবহারেই স্বস্তি মেলে?

Advertisement

ব্রন

এ সমস্যা নিয়ে টিনএজাররা জেরবার৷ নানা ক্রিম, ফেস ওয়াশ, ওষুধ, লোশন ব্যবহার করেও ফল মেলে না৷ তবে এক্ষেত্রেও সহায় হতে পারে হলুদ৷ ১-৩ চামচ হলুদের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে প্রথমে লেই তৈরি করে নিতে হবে৷ তারপর তা ব্রনর উপর লাগিয়ে রাখতে হবে, যতক্ষণ না শুকিয়ে যায়৷ এরপর ধুয়ে নিলেই হল৷ হলুদের গুণে ত্বকের ঔজ্জ্বল্য তো ফিরবেই৷ পাশাপাশি ভ্যানিস হবে দুষ্ট ব্রনও৷

ফেস মাস্ক

ত্বকের যত্ন নিতেও হলুদের গুণই ভরসা হয়ে উঠতে পারে৷ না, জটিল কোনও উপকরণ দিয়ে মাস্ক বানাতে হবে না৷ এক চামচ দই, তিন চামচ হলুদ আর আধ চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি হবে ফেস মাস্ক৷ হলুদের গুণে ত্বকের সমস্যা অনেকটাই মিটে যাবে৷

চুলকানি সারাতে

অনেকেই নামী দামী মলমের দ্বারস্থ হন এই সমস্যায়৷ তবে হলুদ ব্যবহারে কিন্তু ভাল ফল মিলতে পারে৷ হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে মিশ্রণটি লাগালে চুলকানির উপশম হবেই৷

মুখের ঘা সারাতে

মুখের ঘায়ে অনেকেই জর্জরিত হয়ে থাকেন৷  বাসে-ট্রামে, অফিসে এ কারণে অনেকে মুখ খুলে পর্যন্ত পারেন না৷ এক্ষেত্রে এক টেবিল চামচ জলে এক চিমটে হলুদ, একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে লাগালে মুখের ঘা সেরে যাবে৷

ওজন কমাতে

ওজন কমানোর জন্য কী না করে থাকেন কতজনে৷ হলুদ নিয়ে এই টোটকাটি ট্রাই করে দেখুন তো৷ এক গ্লাস ফোটানো জলে হাফ চামচ হলুদ, হাফ চামচ আদার রস মিশিয়ে নিন৷ তারপর খালিপেটে তা পান করুন৷ দেখুন তো, ওজন কমে কি না৷

জীবনযাপনের আরও খবর:

এই বিষয়ে নজর না দিলে শীতে ভুগতে হতে পারে!

বিয়ের মরশুমে নিজেকে অপরূপা করে তোলার সহজ উপায়

 

The post এক চিলতে হলুদেই সারিয়ে তুলতে পারবেন এই সমস্যাগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement