সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেহকে (Leh) চিনের (China) অংশ হিসেবে দেখিয়ে বিতর্কে টুইটার ইন্ডিয়া (Twitter India)। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নীতিন গোখলের অভিযোগ, টুইটারে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে লেহকে। তিনি রবিবার লেহ বিমানবন্দরের সামনে একটি লাইভ ভিডিও করছিলেন। সেই সময়ই ধরা পড়ে ভিডিওর লোকেশনে দেখানো হচ্ছে এটা চিনের অন্তর্গত। লোকেশন হিসেবে যে চিনের নাম দেখানো হচ্ছে তা লক্ষ্য করেছিলেন ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে’র সভাপতি কাঞ্চন গুপ্তাও। টুইটারের এমন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
কাঞ্চন গুপ্তা তাঁর টুইটে লেখেন, ‘‘তাহলে টুইটার সিদ্ধান্ত নিয়েছে ভূগোলটা বদলে দেবে। এবং জম্মু ও কাশ্মীরকে চিনের অংশ হিসেবে ঘোষণা করবে। এটা যদি ভারতীয় আইনের লঙ্ঘন না হয়, তাহলে কোনটা? ভারতীয় নাগরিকদের এর থেকে অনেক কম অপরাধের জন্য দণ্ডিত হতে হয়। নামী মার্কিন টেক সংস্থা কি আইনের ঊর্ধ্বে?’’
[আরও পড়ুন: এবার চাঁদে গেলেও মিলবে 4G পরিষেবা! নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে দাবি নাসার]
টুইটারে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তিনি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকেও ট্যাগ করেন। এদিকে যিনি লাইভ করছিলেন, সেই গোখলে জানিয়েছেন, ‘‘আজ সকালে আমি টুইটারে লাইভ ছিলাম রোহিত পণ্ডিতিয়ার সঙ্গে। হিমাচল প্রদেশ থেকে লাদাখ পর্যন্ত একটা নতুন পথে যাত্রা করার সময় মানুষের সঙ্গে তা ভাগ করে নিতে লাইভ করা হয়। কিন্তু লাইভের শেষে আমরা আতঙ্কিত হয়ে দেখি আমাদের লোকেশন চিন!’’
তিনি জানিয়েছেন, এখানকার বিখ্যাত এক স্মারক ‘ওয়ার মেমোরিয়াল হল অফ ফেম’-এর সামনে ছিলেন। তিনি আরও বলেন, ‘‘আমি ট্যাগ করে টুইটারকে বিষয়টি জানাই। আশা ছিল তারা পদক্ষেপ করবে। কিন্তু ওরা কিছুই করেনি।’’
[আরও পড়ুন: বন্ধু গুগল ম্যাপ, ১১ বছর পর নিজের বাড়িতে ফিরল অপহৃত নাবালক]
এই ঘটনায় দেশজুড়ে নেটিজেনরা প্রতিবাদে গর্জে উঠেছেন। টুইটার ইন্ডিয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রবিশঙ্কর প্রসাদকে আরজি জানিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত এবিষয়ে টুইটার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া মেলেনি।