শঙ্কর রায়, রায়গঞ্জ: শিলিগুড়িগামী সরকারি যাত্রীবাহী বাস উলটে অঘটন। প্রাণ হারালেন দুই মহিলা। জখম কমপক্ষে ২০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কানকি ফাঁড়ি সংলগ্ন মনরো এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। বাসের জানলা কেটে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত দুই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রীবাহী বাসটি কলকাতা (Kolkata) থেকে শিলিগুড়ির (Siliguri) দিকে যাচ্ছিল। বাসটির গতি অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডালখোলা পেরিয়ে মনোরা এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি । সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমে তন্দ্রাচ্ছন্ন ছিলেন।
[আরও পড়ুন: বছরভর কোমায়, ছিল না ভাষাজ্ঞানও, দ্বাদশে ৯৩ শতাংশ নম্বর পেলেন সেই পড়ুয়াই]
বাসটি উলটে যেতেই রাস্তায় ছিটকে পড়েন রীতা বিশ্বাস (৩৫) এবং ইন্দ্রাণী রায় (৪০) নামে দুই মহিলা। কিছু বোঝার আগেই বাসে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা। রীতা বিশ্বাস কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা। ইন্দ্রাণী রায় নাকতলার বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কানকি পঞ্চায়েতের প্রধান কৌসর আলম। তিনি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ তুলে বলেন, "কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল বাসটি। প্রতিদিন টোল দেওয়া সত্ত্বেও জাতীয় সড়কের বেহাল দশার জন্য দুর্ঘটনা। তাতে প্রাণ গেল দুজনের।" চাকুলিয়া থানার আইসি নয়ন মণ্ডল বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতাদের সঙ্গে থাকা নথি থেকে নাম, পরিচয় জোগাড় করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।" দুর্ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।