shono
Advertisement

দুই ভারতীয় যুবককে শিরশ্ছেদের শাস্তি সৌদিতে, অন্ধকারে নয়াদিল্লি

সৌদির আইন অনুযায়ী, দেহও পাঠানো হবে না ভারতে। The post দুই ভারতীয় যুবককে শিরশ্ছেদের শাস্তি সৌদিতে, অন্ধকারে নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Apr 17, 2019Updated: 07:44 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে খুন করার অপরাধে দুই ভারতীয়কে শিরশ্ছেদের শাস্তি দিল সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই শাস্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়৷ এবং সমগ্র বিষয়টি ঘটে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসকে অন্ধকারে রেখে৷ এমনকী, শাস্তিপ্রাপ্ত ওই ভারতীয়দের মরদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সৌদি প্রশাসনের তরফে৷ যাকে ঘিরে তুঙ্গে জটিলতা৷

Advertisement

[ আরও পড়ুন:  নোতর দাম পুনর্নির্মাণে অর্থ সংগ্রহ ফরাসি প্রেসিডেন্টের, এগিয়ে এলেন শিল্পপতিরা ]

সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যুসংবাদ, সোমবার বিদেশ মন্ত্রকের তরফে তাদের পরিবারের লোকদের জানানো হয়৷ জানা গিয়েছে, ২০১৫-তে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করে তিন যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন৷ সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তারা৷ শেষে ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ ঘটনার কয়েকদিন পর, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ এবং জেরায় খুনের কথা স্বীকার করে৷ তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়৷

[ আরও পড়ুন: পাখির বিষেই মৃত্যু পক্ষীপ্রেমী বৃদ্ধের, ফ্লোরিডার ঘটনায় অবাক চিকিৎসকরাও ]

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে রিয়াধ জেলে স্থানান্তরিত করা হয়৷ তাদের দেখতে মাঝে-মধ্যেই রিয়াধ জেলে যেতেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা৷ মামলার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখতেন তাঁরা৷ কিন্তু সম্প্রতি আধিকারিকরা হঠাৎ জানতে পারেন দুই অভিযুক্তর শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির সেই শাস্তি দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি৷ এমনকী, সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, সেদেশের আইনানুযায়ী ওই দুই অপরাধীর দেহাবশেষও দেওয়া হবে না ভারতে বসবাসকারী তাঁদের পরিবারকে৷

The post দুই ভারতীয় যুবককে শিরশ্ছেদের শাস্তি সৌদিতে, অন্ধকারে নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement