দেবব্রত মণ্ডল, বারুইপুর: পুকুরে ডুবে যাচ্ছে ছোট ভাই। তাকে বাঁচাতে এগিয়ে যায় বছর সাতেকের দাদা। কেউই কাউকে বাঁচাতে পারেনি। পরিবর্তে প্রাণ গেল একই পরিবারের দুই খুদের। মর্মান্তিক ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ভদ্রী গ্রাম।
ভদ্রী গ্রামের বাসিন্দা রাজকুমার মণ্ডল ও গোষ্ঠ মণ্ডলের দুই ছেলে সায়ন ও তন্ময়। শনিবার বিকেলে দুই ভাই সায়ন ও তন্ময় খেলা করছিল। বাড়ির অদূরে আচমকা একটি পুকুরে পড়ে যায় বছর চারেকের তন্ময়। বছর সাতেকের সায়ন ছোট ভাইকে পুকুর থেকে উদ্ধার করতে যায়। সেই সময় সায়নও পুকুরে পড়ে যায়। কারও নজরে আসার আগেই দুই ভাই পুকুরে ডুবে যায়।
[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত নবতিপর বৃদ্ধাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২০ বছর বয়সি যুবক]
এদিকে, বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন বাড়ির দুই ছেলেকে খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা। আচমকা পুকুরে নজর পড়ে গ্রামবাসীদের। তাঁরা দেখতে পান দুই ভাইয়ের দেহ জলে ভাসছে। তাঁরা তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করেন। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দুই ভাইয়ের।
মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ভদ্রী গ্রামে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। দুই শিশুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ দুই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমেছে শোকের ছায়া।