সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: CAA’র প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধ-সহ দু’জনের। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করছিলেন। সেই সময় অবরোধকারীদের দলে থাকা বৃদ্ধকে লক্ষ্য করে আচমকা কেউ গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জখম হয়েছিলেন আরও একজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যান তিনি। এখনও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সংশোধিত নাগরিকত্ব আইনে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পর থেকেই বিক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ। রেল অবরোধ, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ লেগেই ছিল। এখনও ক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান CAA বিরোধীরা। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। কিছু বুঝে ওঠার আগেই অবরোধকারীদের কানে পৌঁছয় গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী এক বৃদ্ধ। স্থানীয়দের নজরে আসার পর তাঁকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় তাঁর। এখনও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালাল, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: সত্যি হল হাওয়া অফিসের আশঙ্কা, ঝমঝমিয়ে বৃষ্টিতে বাগদেবীর আরাধনায় বিঘ্ন]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। নিহত ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। নতুন করে আবার যাতে কোনও অশান্তি না তৈরি হয় তাই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। কে বা কারা গুলি চালানোর ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলেই ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ।
The post CAA’র প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ জনের, মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার appeared first on Sangbad Pratidin.