shono
Advertisement
Lojja 2 Trailer

মুখোমুখি প্রিয়াঙ্কা-অনিন্দিতা! কোন 'লজ্জা'য় বিবাদে জড়ালেন দুই অভিনেত্রী?

মুক্তি পেল প্রিয়াঙ্কা অভিনীত 'লজ্জা ২'-এর ট্রেলার।
Published By: Manasi NathPosted: 09:09 PM Apr 03, 2025Updated: 09:09 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌখিক নিগ্রহ যে একটা মানুষকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিতে পারে তা দেখা গিয়েছিল অদিতি রায় পরিচালিত 'লজ্জা' সিরিজে। সেই সিরিজে জয়ার ভূমিকায় প্রিয়াঙ্কা সরকারের অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সিরিজের সাফল্যের কথা মাথায় রেখে সিজন ২ আনার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। এবার এসে গেল 'লজ্জা ২' -এর ট্রেলার।

Advertisement

নতুন সিজনেও জয়ার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই খবর ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন। এবারের সিজনে বাড়তি পাওনা হতে চলেছে জয়ার সঙ্গে অনিন্দিতা বসুর টক্কর। প্রথম সিজনের অসহায় জয়া এবার প্রতিবাদী ভূমিকায়। অপমান ও মৌখিক নিগ্রহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে। ২মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, জয়ার ঘনিষ্ঠ বন্ধু শৌর্যর মৃত্যু হয়েছে একটি রিসর্টে। সেখানে শৌর্যর সঙ্গে এক ঘরে উপস্থিত ছিল জয়াও। তাই শৌর্যর সঙ্গে জয়ার অবৈধ সম্পর্ক আছে এমন ইঙ্গিত করতে থাকে সকলে, এমনকী তার স্বামীও। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যে সব কাছের মানুষদের জয়া পাশে পেয়েছিল, এই ঘটনায় তারাও দূরে চলে যায়। আরও কোনঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসার, সন্তান সব কিছু হারিয়ে শূন্য হাতেই বিচার ব্যবস্থার দ্বারস্থ হয় জয়া। কিন্তু সেখানেও তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় শৌর্যর স্ত্রী আইনজীবী স্নেহা। এরপরই স্নেহার সঙ্গে শুরু হয় জয়ার লড়াই। জয়া কি পারবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একাই তার লড়াই চালিয়ে যেতে?

প্রসঙ্গত এবারের সিরিজে জয়ার সঙ্গে স্নেহার লড়াই যে ভালোই জমবে ট্রেলারে তার আভাস মিলেছে। স্নেহার ভুমিকায় অভিনয় করেছেন অনিন্দিতা বসু। এবারের সিজনেও জয়ার স্বামীর ভূমিকায় দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়কে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। এছাড়া রয়েছেন ইন্দজিৎ মজুমদার, স্নেহা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এবারেও সিরিজ পরিচালনার দায়িত্ব সামলেছেন অদিতি রায়। পয়লা বৈশাখের আবহে আগামী ১১ এপ্রিল হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৌখিক নিগ্রহ যে একটা মানুষকে মানসিক ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিতে পারে তা দেখা গিয়েছিল অদিতি রায় পরিচালিত 'লজ্জা' সিরিজে।
  • এবার এসে গেল 'লজ্জা ২' -এর ট্রেলার।
  • নতুন সিজনেও জয়ার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
Advertisement