shono
Advertisement

Breaking News

সাম্প্রদায়িক উসকানির জের, জাকির নায়েককে নিষিদ্ধ করল মালয়েশিয়ার একাধিক প্রদেশ

বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারককে নিষিদ্ধ করেছে মালয়েশিয়ার মোট আটটি প্রদেশ৷ The post সাম্প্রদায়িক উসকানির জের, জাকির নায়েককে নিষিদ্ধ করল মালয়েশিয়ার একাধিক প্রদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:18 PM Aug 19, 2019Updated: 09:12 PM Aug 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চাপ বাড়ল বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের৷ বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগে আগেই সন্ত্রাসবাদে মদতদাতা জাকিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷ তার ভাষণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মালয়েশিয়ার ছ’টি প্রদেশ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুই প্রদেশ মালাক্কা ও কেধা৷

Advertisement

[ আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ]

জানা গিয়েছে, জাকির নায়েকের কোনও রকমের ভাষণ, জনসভা ও টেলিভিশন শো সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই দুটি প্রদেশ৷ আগেই যে নিষেধাজ্ঞা জারি করেছিল মালয়েশিয়ার সাবাহ, পেনাঙ্গ, পেরলিস, সারউইক-সহ ছ’টি প্রদেশ৷ যদিও এই নিষেধাজ্ঞাকে খুব স্বাভাবিক বিষয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ কারণ, একদিন আগেই নাকি এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেদেশের প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের বক্তব্যে৷ হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়েছিলেন, কোনও ধরনের উসকানিমূলক কাজকর্ম বরদাস্ত করবে না সরকার৷ কেউ দেশে সাম্প্রদায়িক অস্তিরতা সৃষ্টির চেষ্টা করলে, তা কড়া হাতে প্রতিহত করা হবে। এমনকী, কীভাবে সেদেশের স্থায়ী নাগরিকত্ব জোগাড় করল নায়েক, তাও খতিয়ে দেখা হবে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷ মহাথীর মহম্মদ বলেন, ‘‘একজন ধর্মীয় গুরুর যা করা উচিত, উনি তা করছেন না৷ বরং চিনাকে চিনে এবং ভারতীয়কে ভারতে পাঠানোর কথা বলছেন উনি৷’’

[ আরও পড়ুন: শিয়রে ব্রেক্সিটের বিপদ! শীঘ্রই জ্বালানি, খাদ্য, ওষুধ সংকটের আশঙ্কায় কাঁটা ব্রিটিশরা ]

প্রসঙ্গত, সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য পেশ করায় দিন কয়েক আগেই জাকিরকে দেশ থেকে বহিষ্কার করার দাবি তুলেছিলেন মালয়েশিয়ার মানব-সম্পদ মন্ত্রী৷ বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারকের সভা বন্ধ করে মালয়েশিয়া পুলিশ৷ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দেয় স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ওয়াসিন৷ ঘটনার সূত্রপাত মালয়েশিয়ার কোটাবারুতে৷ সেখানে একটি সভায় ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুদের তুলনা টানে সন্ত্রাসবাদে মদত দেওয়ার মামলায় অভিযুক্ত ওই ধর্মপ্রচারক। তাঁর বক্তব্য ছিল, ‘‘ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা পায়। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশি অনুগত এখানকার হিন্দুরা।’’ তার এই মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে৷ সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে সরব হয় সকলে৷

The post সাম্প্রদায়িক উসকানির জের, জাকির নায়েককে নিষিদ্ধ করল মালয়েশিয়ার একাধিক প্রদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার