shono
Advertisement

সরকারের চোখে ধুলো দিয়ে ভারতে ফিরল প্রসিদ্ধ দুটি পর্নসাইট

প্রতিবেদনে রইল ওয়েবসাইট দুটির নয়া ঠিকানার খোঁজ৷ The post সরকারের চোখে ধুলো দিয়ে ভারতে ফিরল প্রসিদ্ধ দুটি পর্নসাইট appeared first on Sangbad Pratidin.
Posted: 07:30 PM Oct 06, 2019Updated: 07:30 PM Oct 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের উপর কুপ্রভাব ফেলার অভিযোগে গত বছরই কয়েকশো পর্নসাইট বন্ধ করে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে চিঠি দিয়ে এই বন্ধের নির্দেশ দেওয়া হয়৷ তবে একাশের মতে, শত চেষ্টার পরেও পর্নসাইট বন্ধে ব্যর্থ সরকার৷ কারণ দিল্লির চোখে ধুলো দিয়ে ইতিমধ্যে ভারতে পুনরায় ব্যবসা করতে শুরু করেছে দুটি বড় পর্ন ওয়েবসাইট৷ স্বমহিমায় ফিরে এসেছে তারা৷

Advertisement

[ আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেই সেরে ফেলুন ব্যাংকের যাবতীয় কাজ, জানেন কীভাবে? ]

সূত্রের খবর, আবারও ভারতীয় উপভোক্তাদের ফোনে ফোনে ঘুরছে বিশ্বের দুটি প্রসিদ্ধ পর্ন ওয়েবসাইট রেডটিউব এবং পর্নহাব৷ ফের ভারতীয় উপভোক্তাদের ফোনে প্রবেশ ঘটেছে তাদের৷ তবে আগের রূপে ফেরেনি এরা৷ একটু রূপ বদলে ভারতে প্রবেশ করেছে এগুলি৷ Pornhub.Com হয়ে গিয়েছে Pornhub.org এবং রেডটিউব হয়ে গিয়েছে Redtube.net৷ এখন প্রশ্ন হল, কেন এমনটা করল সংস্থা দুটি? জানা গিয়েছে, বেশিরভাগ স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এই ‘.Org’ ব্যবহার করে থাকে৷ আর ‘.net’ ব্যবহার করে এক্সটেনশন নেটওয়ার্কগুলি। আরও স্পষ্ট করে বললে ‘.Net’টি বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট, ইমেল পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷

[ আরও পড়ুন: উৎসবের মরশুমে জলের দরে মিলছে জিও ফোন, জানেন দাম কত? ]

সরকারের নজর এড়িয়ে পর্নসাইট দুটি ফিরে আসায়, আশঙ্কা প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে সরকারের কঠোর আইন আনার দরকার। এমনকী সাইবার বিশেষজ্ঞরাও সাইবার ক্রাইম সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনার মূল বিষয় ছিল চাইল্ড পর্ন, যৌন পাচার, সাইবার ট্রোলিং এবং মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম৷

The post সরকারের চোখে ধুলো দিয়ে ভারতে ফিরল প্রসিদ্ধ দুটি পর্নসাইট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার