shono
Advertisement

আজ বাইক কিনলে পাবেন ২২ হাজার টাকা পর্যন্ত ছাড়!

আপনি কি নতুন টু-হুইলার কেনার কথা ভাবছেন? তাহলে আজই সেরা সুযোগ আপনার কাছে৷ The post আজ বাইক কিনলে পাবেন ২২ হাজার টাকা পর্যন্ত ছাড়! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:51 AM Mar 31, 2017Updated: 05:25 AM Mar 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি নতুন টু-হুইলার কেনার কথা ভাবছেন? তাহলে আজই সেরা সুযোগ আপনার কাছে৷ চৈত্রের সেলে কম দামে জামাকাপড় কেনার পাশাপাশি এবার মিলছে বাইকও। ৪-৫ শতাংশ নয়, মিলবে ১০-১৫ শতাংশ ছাড়। আদালতের নির্দেশে পয়লা এপ্রিল থেকে বিএস-থ্রি দূষণ বিধির গাড়ি বিক্রি নিষিদ্ধ৷ তাই মজুত থাকা বিএস-থ্রি গাড়িগুলি বাজারে দ্রুত বিক্রি করতে চাইছে টু-হুইলার উৎপাদনকারী সংস্থা ও ডিলাররা। আর সেকারণেই দেওয়া হচ্ছে এতটা ছাড়। আজই আদালতের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় ২০-২৫ শতাংশ ছাড়েও মিলছে বেশ কিছু টু-হুইলার, দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷

Advertisement

[তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ১৯ মে-র মধ্যে]

রিপোর্টে দাবি করা হয়েছে, এক লক্ষ টাকারও বেশি দামী হন্ডা সিবিআর ২৫০আর মডেলে মিলছে ১৫-২০ হাজার টাকা ছাড়৷ এদিকে, সিবিআর ১৫০আর মডেলে গ্রাহকরা পাবেন ১৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট৷ স্কুটার কিনলেও পেতে পারেন সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট৷ একটি সংস্থা আবার ২২ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথাও ঘোষণা করেছে। এর আগে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এত বেশি ছাড়ের ঘোষণা হয়নি। এমনটাই মত বিশেষজ্ঞদের।

শীর্ষ আদালতের রায় অনুযায়ী, উৎপাদনকারী সংস্থা ও ডিলাররা ৩১ মার্চ পর্যন্তই বিএস-থ্রি বা ভারত স্টেজ-থ্রি গাড়ি বিক্রি করতে পারবে৷ এরপর বিক্রি হওয়া কোনও গাড়ির রেজিস্ট্রেশন হবে না৷ ২৯ মার্চ রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট৷ হাতে থাকা ৪৮ ঘণ্টার মধ্যে দাম কমিয়ে যতটা সম্ভব স্টক খালি করতে চাইছে বেশ কিছু সংস্থা৷ সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে বিএস-থ্রি দূষণ বিধি মেনে তৈরি প্রায় ৮.২৪ লক্ষ গাড়ি নিয়ে সংকটে পড়েছে সংস্থাগুলি৷ এরমধ্যে টু-হুইলার মজুতের সংখ্যাই ৬.৭ লক্ষ৷ এই অবস্থায় গাড়ির ডিলাররা জানিয়েছেন, নজিরবিহীন ডিসকাউন্ট দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মজুত গাড়িগুলির যতটা বেশি সম্ভব বিক্রি করাই এখন সংস্থাগুলির লক্ষ্য৷ বাড়তি ছাড় দিয়ে মজুত পণ্য যতটা সম্ভব বিক্রি করে ক্ষতির পরিমাণ কমাতে চাইছে হিরো মোটোকর্প, হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার, বাজাজ অটো, সুজুকি মোটরসাইকেল-এর মতো বিখ্যাত সংস্থাগুলি।

[গরমের আঁচে পুড়ছে দেশ, পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা]

The post আজ বাইক কিনলে পাবেন ২২ হাজার টাকা পর্যন্ত ছাড়! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement