shono
Advertisement

Breaking News

দাউদের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

নেপথ্যে মোদি ম্যাজিক? The post দাউদের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Jan 04, 2017Updated: 08:51 AM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর ধরে ভারত চেষ্টা করে চলেছে৷ কিন্তু পাক মদতে বিদেশে বহাল তবিয়তেই রয়েছে দাউদ ইব্রাহিম৷ সেখান থেকে মুম্বইয়ে বজায় রেখেছেন নামের দাপট৷ তবে এবারে ভারতীয় গ্যাংস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরব আমিরশাহী প্রশাসন৷ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, UAE-তে দাউদের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷

Advertisement

শোনা গিয়েছে, এই সাফল্যের সূত্রপাত হয়েছিল গত বছর৷ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির UAE সফরে গিয়েছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সেখানেই একটি গোপন নথি আমিরশাহী প্রশাসনের  হাতে তুলে দেওয়া হয়৷ সেই নথির জোরেই আমিরশাহীতে দাউদের অবৈধ সম্পত্তির খোঁজ নিতে শুরু করে প্রশাসন৷ মেলে এই ১৫,০০০ কোটি টাকার সম্পত্তির হদিশ৷ যার মধ্যে দাউদের দুবাইয়ের সম্পত্তিও রয়েছে৷ জানা গিয়েছে, দুবাইতে গোল্ডেন বক্স নামে একটি কোম্পানিও চালান দাউদের ভাই আনিস ইব্রাহিম৷ আমিরশাহী প্রশাসনের নজরে রয়েছে সেটিও৷

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পর থেকেই ভারতে মোস্ট ওয়ান্টেড দাউদ৷ কিন্তু ভারত সরকারের হাজার চেষ্টা সত্বেও পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে বসে আছে এই আন্ডারওয়ার্ল্ড ডন৷ এমনকী, বলিউডেও তার প্রভাবের কথা বারবার উঠে এসেছে খবরে৷ বলিউডি ছবিতেও একাধিকবার উঠে এসেছে দাউদের চরিত্র৷

The post দাউদের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement