সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সোমবার সকাল ৮টা নাগাদ শারীরিক পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে। তাঁর হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন উদ্ধবের হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন তিনি।
উদ্ধবের পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার দশেরার উৎসবে যোগ দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সেখান থেকে ফেরার পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। ওই অবস্থায় রাত কাটানোর পর সকালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ওই অবস্থায় কোনওরকম ঝুঁকি না নিয়ে উদ্ধবকে হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার। পরিবার সূত্রে জানা যাচ্ছে, পূর্বেও অ্যাঞ্জিওপ্লাস্টির ইতিহাস রয়েছে উদ্ধবের। ২০১২ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল তাঁর।
উল্লেখ্য, সামনেই মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে জোর কদমে রাজ্যে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধী দুপক্ষ। এরই মাঝে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে টালমাটাল মারাঠাভূম। গত শনিবার এক জনসভায় যোগ দিয়েছিলেন উদ্ধব।
সেখানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন তিনি। একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগে বলেন, একনাথ নয়, তাঁর শিবসেনাই আসল শিবসেনা। এমনকি তাঁর শিবসেনার সঙ্গে বালাসাহেব ঠাকরের নাম জড়িয়ে রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে ভোটমুখী মহারাষ্ট্র তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক সংঘাত। এহেন পরিস্থিতির মাঝেই এবার উদ্ধব ঠাকরের অসুস্থতা উদ্বেগ বাড়িয়েছে।