shono
Advertisement

খেলো ইন্ডিয়ায় প্রথমবার স্কোয়াশ, প্রস্তুতি খতিয়ে দেখছেন বিতর্কিত মন্ত্রী উদয়নিধি

এবারের খেলো ইন্ডিয়া সব অর্থেই ব্যতিক্রমী।
Posted: 01:22 PM Jan 16, 2024Updated: 01:33 PM Jan 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে (Khelo India Youth Games) আত্মপ্রকাশ ঘটতে চলেছে স্কোয়াশ। তামিলনাড়ুর যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin) চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখছেন। খেলো ইন্ডিয়ার প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে সেই কারণে স্টালিন আলাদা করে মিটিংও করছেন। গেমসের সাফল্যের জন্য এগিয়ে এসেছে স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি অফ তামিলনাড়ু। তাদের পরিকাঠামো ব্যবহার করা হবে। স্টেডিয়ামগুলো নতুন করে সজ্জিত করা হয়েছে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন অ্যাথলেটিক্স টার্ফ বসানো হয়েছে।
১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 

Advertisement

[আরও পড়ুন: কোর্টে নামার টাকা ছিল না, অভাব উড়িয়ে অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে সুমিত]

এবারের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস হবে চেন্নাই, ত্রিচি, মাদুরাই এবং কোয়েম্বাটোরে। অন্যান্য বারের থেকে এবারের গেমস সবদিক থেকেই আলাদা। পাঁচটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবারের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে।  সেই নিরিখে বিচার করলে এবারের খেলো ইন্ডিয়া সব অর্থেই ব্যতিক্রমী। স্কোয়াশের পাশাপাশি সিলামবাম ইভেন্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে গেমসে।
উল্লেখ্য, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্টালিন। তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই উদয়নিধি স্টালিন খেলো ইন্ডিয়ার প্রস্ততির দিকে জোরাল নজর দিচ্ছেন।

[আরও পড়ুন: ‘কেউ চলে গেলে কিছু এসে যায় না’, হার্দিক সম্পর্কে কেন এমন মন্তব্য শামির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement