shono
Advertisement

প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, মৃত ১৫

আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির আশঙ্কা৷ The post প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, মৃত ১৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:29 AM Jul 11, 2016Updated: 09:01 PM Jul 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বিপর্যস্ত মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে৷ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রবিবার আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

Advertisement

বৈঠকে রাজ্যের ৫১ জেলার জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি এবং বন্যা কবলিত  এলাকায় অবিলম্বে সমস্ত রকম সাহায্য পৌঁছে দেওয়ার কথাও বলেন৷ সবাই যেন পরিশ্রুত পানীয় জল পান সেদিকেও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের স্বাস্থ্য দফতরকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

এরই মধ্যে দিল্লির মৌসম ভবন রাজধানী ভোপাল ছাড়াও ইন্দৌর, উজ্জয়িনী, হোসাঙ্গাবাদের মতো এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে৷ জুলাই মাসের ১২ তারিখের আগে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা দেখছেন না রাজধানীর আবহাওয়া দফতরের আধিকারিকরা৷ যা মধ্যপ্রদেশ সরকারের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে৷

The post প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, মৃত ১৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement