shono
Advertisement
kota

কোটায় ফের মৃত্যু নিট পরীক্ষার্থীর, প্রস্তুতি শুরুর দু'সপ্তাহের মধ্যেই হস্টেলের ঘর থেকে উদ্ধার দেহ

বিহার থেকে রাজস্থান গিয়েছিলেন পড়ুয়া।
Published By: Subhankar PatraPosted: 08:15 PM Apr 29, 2025Updated: 08:15 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন পনেরো আগে রাজস্থানের কোটায় পড়তে গিয়েছিল কিশোর। বিহার থেকে কোটায় নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছিল পড়ুয়া। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হল দেহ। এই নিয়ে চলতি বছরে ১৪ জন নিট পড়ুয়ার মৃত্যু হল। ঘটনায় তীব্র চাঞ্চল্য পড়ুয়াদের মধ্যে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়া বিহারের বাসিন্দা। দিন পনেরো আগে রাজস্থানে গিয়েছিল সে। থাকছিলেন জহরনগর এলাকার একটি হস্টেলে। প্রস্তুতি নিচ্ছিলেন সর্ব ভারতীয় মেডিক্যাল পরীক্ষার জন্য। ঘটনার দিন সকাল থেকে পড়ুয়াকে বারবার ডাকাডাকি করার পরও সাড়াশব্দ পাননি মেসের কর্মীরা। পরে তাঁর বন্ধু ও হোটেলের কর্মীরা দরজার ভেঙে কিশোরের দেহ উদ্ধার করে। জহরনগর থানার এক আধিকারিক বলেন, "খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।" তবে কী কারণে পড়ুয়ার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়া আত্মহত্যা করেছে। পুলিশ হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছ। কোটায় লাগাতার ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনায় হস্টেলগুলির ফ্যানগুলিতে অ্যান্টি সুইসাইড সিস্টেম লাগানোর কথা বলা হয়। কিন্তু এই হস্টেলে তা ছিল না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন পনেরো আগে রাজস্থানের কোটায় পড়তে এসেছিল কিশোর।
  • বিহার থেকে কোটায় নিট পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিলেন পড়ুয়া।
  • মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হল দেহ।
Advertisement