shono
Advertisement

Breaking News

নবম শ্রেণিতে ভর্তি হয়ে নজির চার বছরের ‘বিস্ময়’ শিশুর

কে এই বিস্ময় বালিকা? The post নবম শ্রেণিতে ভর্তি হয়ে নজির চার বছরের ‘বিস্ময়’ শিশুর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 PM Aug 23, 2016Updated: 04:28 PM Aug 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসাব মতো এখন তো ছোট্ট মেয়ের ‘সহজ পাঠ’ পড়ার বয়স৷ কিন্তু এই মেয়ে তো যে সে মেয়ে নয়৷ মাত্র দেড় বছর বয়সেই সে পড়ে নিয়েছিল রামায়ণ৷ তাও একদম বড়দের মতো করে৷ আর চার বছরেই সে নবম শ্রেণির বইপত্র পড়ে ফেলছে চটপট৷ খবরের কাগজও পড়ে ফেলতে পারছে কোনও রকম সমস্যা ছাড়াই৷ আর তাই মাত্র চার বছর আট মাস বয়সেই নবম শ্রেণিতে ভর্তি করে দেওয়া হয়েছে তাকে৷

Advertisement

কে এই বিস্ময় বালিকা?

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা সাড়ে চার বছরের অনন্যা বর্মা হল সেই বিস্ময় বালিকা৷ ছোট্টবেলা থেকেই তার লেখাপড়ার উৎসাহ এবং চটপট শিখে নেওয়ার পারদর্শিতা দেখে তাক লেগেছিল সকলের৷ যদিও তার পরিবারে তার অন্য ভাইবোনরাও কম যায় না৷ তার বড় দিদি সুষমা মাত্র ১৫ বছর বয়সেই পিএইচডি করতে শুরু করেছে এবং তার বড় দাদা শৈলেন্দ্র ১৪ বছরেই বিসিএ অন্তিমবর্ষে লেখাপড়া করছে৷

অনন্যার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোট থেকেই লেখাপড়ায় খুব উৎসাহ ছোট্ট এই মেয়ের৷ নিজের গরজেই পড়াশোনা করতে বসে যেত সে৷ খবরের কাগজ এবং নানাধরনের বই নিয়মিত পড়ত সে৷ ইচ্ছা ছিল একেবারে দশম শ্রেণিতেই ভর্তি হবে৷ কিন্তু সবকিছু বিচার করে উত্তরপ্রদেশ শিক্ষা দফতর তাকে নবম শ্রেণিতে ভর্তি নেয়৷

শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, অনন্যার এই লেখাপড়া এবং প্রতিভা দেখে তাঁরা অবাক হয়েছেন৷ শুধু তাই নয়, তার বই পড়ার ধরন খবরের কাগজ পড়া দেখে মুগ্ধ হয়েছেন সকলেই৷

জানা গিয়েছে, এইভাবে অনন্যা যদি লেখাপড়া জারি রাখে, তবে সে খুব শীঘ্রই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হবে৷ আর এই কাজ করতে পারলে, সে তার নিজের দিদির তৈরি রেকর্ডই ভেঙে দেবে৷ সে মাত্র ৭ বছর বয়সেই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে গিয়েছিল৷ মোট কথা, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা থেকে বেশি দূরে নেই ছোট্ট অনন্যা৷

The post নবম শ্রেণিতে ভর্তি হয়ে নজির চার বছরের ‘বিস্ময়’ শিশুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement