shono
Advertisement

মেয়ের সামনেই স্ত্রীকে টুকরো করে পোড়ানোর চেষ্টা যুবকের

পাঁচ বছরের মেয়ের সামনেই আফ্রিকান স্ত্রীয়ের খণ্ডিত দেহ পোড়ানোর চেষ্টা করল স্বামী৷ The post মেয়ের সামনেই স্ত্রীকে টুকরো করে পোড়ানোর চেষ্টা যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 PM Jul 05, 2016Updated: 06:11 PM Jul 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের মেয়ের সামনেই আফ্রিকান স্ত্রীয়ের খণ্ডিত দেহ পোড়ানোর চেষ্টা করল স্বামী৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এক গ্রামে৷ ধৃতের নাম রূপেশ কুমার আগরওয়াল৷

Advertisement

আট বছর আগে আফ্রিকার কঙ্গোর বাসিন্দা সিন্থিয়াকে বিয়ে করেন শেয়ার বাজারের ব্রোকার রূপেশ৷ পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে দু’জনের মধ্যে আর্থিক সমস্যা নিয়ে ঝগড়া হয়৷ অভিযোগ, এর পরেই স্ত্রীকে খুন করে রূপেশ৷ শুধু তাই নয়, মৃতদেহ টুকরো টুকরো করে ব্যাগে পুরে তা নিজের গাড়িতে করে এক গ্রামের কাছে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা করে৷ গাড়িতে করে সঙ্গে নিয়ে যায় পাঁচ বছরের শিশুকন্যাকেও৷ তার সামনেই চলছিল এই নৃশংস কাণ্ড-কারখানা৷

আগুন ও ধোঁয়ার কারণে গ্রামবাসীরা টের পান কিছু পোড়ানোর চেষ্টা করে হচ্ছে৷ তখন মেয়েকে নিয়ে পালাবার চেষ্টা করে রূপেশ৷ কিন্তু জল কাঁদায় গাড়ি আটকে যাওয়ায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় সে৷ তাঁরাই পুলিশের হাতে তুলে দেয় রূপেশকে৷ আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়েছে তাঁকে৷

The post মেয়ের সামনেই স্ত্রীকে টুকরো করে পোড়ানোর চেষ্টা যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement