shono
Advertisement

১০০ কোটির ক্লাবে প্রবেশ বৃন্দাবনের বাঁকে বিহারীর

মাত্র ৩ বছরে সম্পত্তির পরিমান ৬৭ কোটি থেকে বেড়ে হয়েছে ১১২ কোটি টাকা৷ The post ১০০ কোটির ক্লাবে প্রবেশ বৃন্দাবনের বাঁকে বিহারীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Jul 03, 2016Updated: 04:07 PM Jul 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃন্দাবনের বাঁকে বিহারী তিনি৷ দেশ-বিদেশ থেকে মানুষ আসেন তাঁর দর্শন পেতে৷ ভক্তিভাবে রেখে যান কিছু দক্ষিণা৷ যাঁর সাধ্য যত, ততই তাঁর দান৷ আর এই দানেই ফুলেফেঁপে উঠেছে বাঁকে বিহারীর সম্পত্তির পরিমান৷ মাত্র তিন বছরে বৃন্দাবনের এই জনপ্রিয় মন্দিরের সম্পত্তির পরিমান ৬৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১১২ কোটি টাকা৷

Advertisement

১৮৬৪ সালে তৈরি হওয়া এই মন্দিরে সারাবছরই ভক্তদের ভিড় লেগে থাকে৷ তবে, ২০১৫ সালে ভক্তরা একটু বেশি পরিমানেই এসেছেন বাঁকে বিহারীর দর্শন পেতে৷ সংখ্যাটা প্রায় ১.২৬ কোটি বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের পর্যটন আধিকারিক অনুপম শ্রীবাস্তব৷ সেই জন্যই মন্দিরের সম্পত্তির পরিমান বেড়েছে বলে দাবি করা হয়েছে৷

মাত্র তিন বছরে এই বিপুল সম্পত্তির বৃদ্ধির ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে মন্দির কর্তৃপক্ষ৷ তবে সূত্রের খবর, গচ্ছিত অর্থ ব্যাঙ্কে জমা রাখার ফলে অনেকটা পরিমান সুদও পাওয়া গিয়েছে৷ তাও এই সম্পত্তি বৃদ্ধির অন্যতম কারণ৷

The post ১০০ কোটির ক্লাবে প্রবেশ বৃন্দাবনের বাঁকে বিহারীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement