সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের আবহেও রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফে স্বস্তি। আরও কমল করোনা সংক্রমণ। যদিও মৃত্যুর হার একই রয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ২১৫ জন, শনিবার যা ছিল ২৩৬। একদিনে করোনার বলি রাজ্যের ৩ জন। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। এখানকার কোভিড গ্রাফ খানিকটা চিন্তায় রাখছে। তবে রাজ্যে কমেছে পজিটিভিটি রেট, অ্যাকটিভ কেস। সবমিলিয়ে মহামারীর তৃতীয় ধাক্কা সামলে সুস্থতার পথে বেশ খানিকটাই এগিয়ে গেল বাংলা (West Bengal)।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus)কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ২২০ জন। অ্যাকটিভ কেস এই মুহূর্তে ১৯৪৪, যা ধারাবাহিকভাবে নিম্নমুখী। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৪১১। তার মধ্যে ০.৭৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। শনিবারের তুলনায় তা খানিকটা কম।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
