সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণ’ হবে আর বিতর্ক হবে না। তা কেমন করে হয়! এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য পুরুষের সঙ্গে প্রেমের কথা বলে সমালোচিত হন অভিনেত্রী। শুরু হয়ে যায় কটাক্ষ। তবে এক ভিডিওতেই যেন যাবতীয় কটাক্ষের জবাব দিয়ে দিলেন বলিউডের ‘বেশরম গার্ল’।

‘কফি উইথ করণ’-এর (Koffee With Karan 8) অষ্টম মরশুমের প্রথম অতিথি হিসেবে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (Ranveer Singh)। কীভাবে দুজনের সম্পর্ক শুরু হল? জানতে চেয়েছিলেন সঞ্চালক করণ জোহর। তা বলতে গিয়েই দীপিকা জানান, রণবীরের সঙ্গে যখন তাঁর দেখা হয় ‘সিরিয়াস রিলেশনশিপ’-এর মেজাজে তিনি ছিলেন না। এমনকী, রণবীরের সঙ্গে প্রেম চলাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রণবীরের কাছেই ফেরত আসেন।
[আরও পড়ুন: বক্স অফিসে ব্যর্থ ‘তেজস’, ‘দশক চান্সই দেন না…’, ভিডিও বার্তায় সোচ্চার কঙ্গনা]
মালদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগে পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপ বজায় রাখার মানসিকতায় ছিলেন দীপিকা। অভিনেত্রীর এই কথাতেই সমালোচনা শুরু হয়ে যায়। সরাসরি এ বিষয়ে কিছু না বললেও একটি ভিডিও আপলোড করেছেন দীপিকা। যার নেপথ্যে শোনা যাচ্ছে, “আহা কী সুন্দর! কী মার্জিত! দারুণ দেখাচ্ছে।” এই কথাতেই মজা করে লিপ মিলিয়েছেন দীপিকা। আর এই মশকরার ছলেই যেন নীতি পুলিশদের একহাত নিয়েছেন নায়িকা।