shono
Advertisement

Breaking News

এবছর বাজিমাত করেছিল যে সব ‘ভুয়ো’খবর

বেলাশেষে উঁকি সেইসব ভুয়া খবরের বাক্সে৷ The post এবছর বাজিমাত করেছিল যে সব ‘ভুয়ো’ খবর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Dec 31, 2016Updated: 05:19 PM Dec 31, 2016

বছরভর হাজারও খবরের ভিড়৷ ভাল-মন্দর দ্বন্দ্ব পেরিয়ে সে সব খবরে নিখাদ বিশ্বাস করেছেন মানুষ৷ কিন্তু বিশ্বাস করলেই কী আর সব খবর সত্যি হয়? অন্তত বছরশেষে দেখা যাচ্ছে তা নয়৷ যা রটে তা সত্যি তো নয়, খবরও নয়৷ এ বছর বেশ কিছু খবর ছড়িয়েছিল, যা পড়ে বিশ্বাস করেছিল মানুষ৷ কিন্তু পরে দেখা গিয়েছে তা ভুয়ো৷ সোশ্যাল মিডিয়ার শক্তি আর জনপ্রিয়তার কারণেই ছড়িয়েছিল সেই সব খবর৷ বেলাশেষে উঁকি সেইসব ভুয়ো খবরের বাক্সে৷

Advertisement

নতুন নোটে মাইক্রো চিপ

কালো টাকা রুখতে নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী৷ এনেছিলেন নতুন নোট৷ তা কালো টাকাই যদি রোখা তাহলে বড় অর্থমূল্যের নোট আনা কেন? তাতে তো কালো টাকার কারবারিদেরই সুবিধা হবে৷ রাতারাতি এর কোনও মানে খুঁজে পায়নি আম জনতা৷ ফলত রটল, নতুন নোটে নাকি আছে বিশেষ চিপ৷ যে কেউ তা নকল করতে চাইলেই ধরা যাবে৷ এমনকী মাটির তলায় লুকোলেও রেহাই মিলবে না৷ দিব্যি সে কথা বিশ্বাস করেছিলেন মানুষ৷ কিন্তু আরবিআই জানিয়ে দেয়, কোথায় কী! চিপোর গপ্পো আদতে ভুয়ো৷

ইউনিসেফের বিচারে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী মোদি

এমন খবর পেলে কোন ভারতবাসীর না গর্বে বুক ফুলে ওঠে! এমনিতেই মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ছাতির গরব ষোলআনা৷ তাতে এমন খবর৷ ফলে বিশ্বাস করতে সময় নেয়নি মানুষ৷ কিন্তু এখানেও তাল কাটল৷ হতোদ্যম হয়ে বিশ্বাসের হাল ছাড়তে হল মানুষকে৷

জনগণমন সেরা জাতীয় সংগীত

আসমুদ্র হিমাচল উদ্বেল হয়ে উঠেছিল এ খবরে৷ ব্লগ, স্ট্যাটাস, হোয়্যাটসঅ্যাপে ভেসে গিয়েছিল তেরঙা আবেগে৷ কিন্তু দুঃখের বিষয় এও আসলে সত্যি ছিল না৷

১০ টাকার কয়েন নিষিদ্ধ

আচমকাই রটে গিয়েছিল ডিজিটাল পাড়ায়, রিজার্ভ ব্যাঙ্ক নাকি বাতিল করেছে দশ টাকার কয়েন৷ তাতেও রক্ষে নেই, আসল নকলের ছবিও সব বেরিয়ে পড়েছিল হু হু করে৷ দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়তেই সকলের ওয়ালেটে হাত৷ যার কাছে যা আছে সব গছিয়ে দিতে চায় মানুষ৷ এদিকে খবর কি আর বাকিদেরও কানে ওঠেনি! ফলে কয়েন নিতে প্রবল অস্বীকার বাসে-ট্রামে-অটোয়৷ বাধছে তুমুল বচসা৷ শেষে আরবিআই-কে জানাতে হল, কয়েন বৈধ৷ কেউ নিতে অস্বীকার করলেই বরং শাস্তির মুখে পড়তে হবে৷

জয়ললিতার মেয়ে

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পরই ছড়িয়ে পড়েছিল এ খবর৷ এক মহিলার ছবি ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়৷ দাবি ছিল, ইনিই নাকি জয়ললিতার কন্যা৷ সকলের চোখ কপালে৷ দত্তক পুত্র ছাড়া অবিবাহিতা জয়ললিতার কোনও সন্তান ছিল বলে কেউ কোনওদিন শোনেননি৷ ফলে দেদার রটনা, জল্পনা, ফিসফাস৷ শেষমেশ জানা গেল, ছবির মহিলার সঙ্গে জয়লললিতার দূরতমও কোনও সম্পর্ক নেই৷ শুধু মুখের সাদৃশ্যটুকু আছে এই যা৷ আসলে তিনি অষ্ট্রেলিয়ার বাসিন্দা৷

দেশে নুনের ঘাটতি

রাতারাতি রটে গিয়েছিল এ খবর৷ দেশে নুনের বেজায় ঘাটতি৷ নুনের দামও আকাশছোঁয়া৷ আর কদিন পরে তা নাগালের বাইরে বেরিয়ে যাবে৷ শুনে নুন জমিয়ে রাখার হিড়িক৷ শেষমেশ প্রশাসনকে বার্তা দিতে হল, যা রটে তা সত্যি নয় মোটে৷

 হোয়্যাটসঅ্যাপের ছবি আইসিসের ঘরে

এ খবর দেখে অনেকেই ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন৷ হোয়্যাটসঅ্যাপের  প্রোফাইল পিকচার নামে ব্যবহার করছে আইসিস জঙ্গিরা৷ তারপরই চুরি যাচ্ছে সব তথ্য৷ ফলে যে কোনও মুহূর্তে বিপদ ঘনাতে পারে৷ তাই প্রোফাইল পিকচার সরিয়ে দেওয়াই ভাল, বিশেষত মহিলাদের ক্ষেত্রে৷ তলায় সংস্থার সিইও এ কে মিত্তালের নাম লেখা এ খবর ছড়াতেই শিরদাঁড়ি দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গিয়েছিল৷ কিন্তু পরে দেখা গেল, মিত্তাল কোথায়, সিইও তো এ কে ভার্মা৷ ফলে ভাঙল ভুল৷ দিব্যি আবার হাসিুশি মুখে সেজে উঠল হোয়্যাটসঅ্যাপ৷

আরও পড়ুন-

এবছর নজর কেড়েছিল যে ঘটনাগুলি

The post এবছর বাজিমাত করেছিল যে সব ‘ভুয়ো’ খবর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement