Advertisement
যেখানে-সেখানে আগুন, নেপথ্যে কি ১১ বছরের নাবালিকা? রহস্য ঘনাচ্ছে পুরুলিয়ার গ্রামে
কারণ খতিয়ে দেখতে গ্রামে ভূতত্ববিদরা।
কখনও খড়ের গাদায়, কখনও আবার পড়ে থাকা বস্তায় কিংবা শুকনো ঝুড়িতে। আগুন লাগছিল যেখানে-সেখানে। পুরুলিয়ায় বাড়ছিল রহস্য। ছবি: অমিতলাল সিংদেও।
চারদিন ধরে আগুন রহস্যে জেরবার পুরুলিয়ার ঝালদা মাহাতোমারা গ্রামের বাসিন্দারা। ভয়ে রাতে ঘুমোচ্ছেন না। ছবি: অমিতলাল সিংদেও।
কেউ বলছেন অলৌকিক ঘটনা, কেউ আবার বলছেন ভূপৃষ্ঠে থাকা মিথেন গ্যাসের কারণেই লাগছে আগুন। ছবি: অমিতলাল সিংদেও।
ভূতত্ত্ববিদদের সঙ্গে ছিল স্থানীয় প্রশাসনের কর্মীরাও। আর সেই পরীক্ষাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ছবি: অমিতলাল সিংদেও।
Published By: Paramita PaulPosted: 09:03 PM May 14, 2022Updated: 09:03 PM May 14, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
