shono
Advertisement

অফিসের পথে নদীতে ঝাঁপ, ডুবন্ত ছাত্রকে বাঁচালেন প্রাক্তন সাঁতারু

এর আগে ২২ জনকে গঙ্গা থেকে উদ্ধার করেছেন৷ The post অফিসের পথে নদীতে ঝাঁপ, ডুবন্ত ছাত্রকে বাঁচালেন প্রাক্তন সাঁতারু appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Jul 29, 2016Updated: 10:38 AM Jul 29, 2016

স্টাফ রিপোর্টার: সকালে কয়লাঘাটায় নিজের দফতরে যাওয়ার সময় হাওড়া লঞ্চ ঘাটে দাঁড়িয়ে ছিলেন৷ হঠাৎই দেখতে পান একটি অল্পবয়সি ছেলে প্রায় মাঝ গঙ্গায় চলে গিয়ে হাবুডুবু খাচ্ছে৷ পাড়ে দাঁড়িয়ে থাকা কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছে না৷ এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারেননি প্রাক্তন সোনাজয়ী সাঁতারু সুরজিৎ ঘোষ৷ জুতো ও জামা-প্যান্ট ছেড়ে ঝাঁপ দেন গঙ্গায়৷ হাবুডুবু খাওয়া ছেলেটিকে চুলের মুঠি ধরে তুলে পাড়ে নিয়ে আসেন তিনি৷
ততক্ষণে জল খেয়ে জ্ঞান হারিয়েছে ছেলেটি৷ আধঘণ্টা পর বছর বাইশের ছেলেটির জ্ঞান আসে৷ সে জানায় তার নাম পীযূষ ময়রা৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বি. এস. সি. অঙ্ক অনার্সের ছাত্র সে৷ দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে বাড়ি তার৷ এ দিন জ্ঞান ফেরার পর সে বার বারই বলতে থাকে অঙ্কে নম্বর ৯৮ শতাংশ এসেছে৷ একশো শতাংশ আসেনি৷ জানা যায়, এ দিন পীযূষ প্রথমে লক্ষ্মীকান্তপুর থেকে কলেজ স্ট্রিটে বই কিনতে যায়৷ তারপর সেখান থেকে সোজা হাওড়া চলে আসে৷
এ দিকে পীযূষকে যিনি এ দিন প্রাণে বাঁচিয়েছেন সেই সুরজিৎবাবু একজন সাঁতারু৷ তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১২টি সোনা জিতেছেন তিনি৷ বাংলার হয়ে সাঁতার কেটে ১০৫টি পুরস্কার জিতেছেন৷ বর্তমানে হাওড়ার বাসিন্দা সুরজিৎবাবু কয়লাঘাটায় ইস্টার্ন রেলের অফিসের সুপারিন্টেনডেন্ট৷ শুধু একজন সাঁতারুই নয়, এর বাইরেও রয়েছে তাঁর অন্য পরিচয়৷ তাঁর দাবি, গত ৩২ বছর ধরে হাওড়া লঞ্চঘাট দিয়ে যাতায়াত করছেন তিনি৷ এর আগে ২২ জনকে গঙ্গা থেকে উদ্ধার করেছেন৷
পীযূষকে উদ্ধার করে সুরজিৎবাবু তাঁকে দুপুরের খাবার খেতে দেন৷ এর পর পীযূষকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়৷ খবর দেওয়া হয় লক্ষ্মীকান্তপুরে তার বাড়িতে৷ কিন্তু পীযূষ কীভাবে গঙ্গায় পড়ল, তা এখনও স্পষ্ট নয়৷ অঙ্কে ২ শতাংশ নম্বর কম পাওয়ার জন্য সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল না লঞ্চ থেকে পড়ে গিয়েছিল তা ধোঁয়াশায় রয়েছে৷ নম্বর কম পাওয়ার দুঃখেই সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল কি না তাই তদন্ত করছে পুলিশ৷

Advertisement

The post অফিসের পথে নদীতে ঝাঁপ, ডুবন্ত ছাত্রকে বাঁচালেন প্রাক্তন সাঁতারু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement