সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানে সফরকালীন সংযত থাকতে হবে যাত্রীদের। নইলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায়। খুব শিগগিরিই এই ব্যবস্থা চালু করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহাকে।
উরি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়াও বিমানে যাত্রীদের অনৈতিক ব্যবহারের নজির বেড়েই চলেছে। গত মাসে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী উড়ানে এক যাত্রী বিমানের শৌচালয়ে উলঙ্গ হয়ে সেখান থেকে ফোন মারফত বিমানসেবিকাকে ডেকে অশালীন আচরণ করেন। এর কয়েকদিন পরই গুজরাটের এক ব্যক্তিকে বিমান চলাকালীন বিমান সেবিকার সঙ্গে সেলফি তোলার জন্য এবং ধূমপান করার জন্য গ্রেফতার করা হয়।
বিমানযাত্রীদের এই সমস্ত আচরণের জন্য এবার অসামরিক বিমানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মার্কিন মুলুকের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মাথায় রেখেই এই ‘নো ফ্লাই’ তালিকা চালু করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ আচরণ বিধি। যা লঙ্ঘন করলেই মিলবে শাস্তি। ‘অপরাধী’ যাত্রীকে ফেলে দেওয়া হবে নিষিদ্ধদের তালিকায়।
The post এবার বিমানে সংযত না হলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায় appeared first on Sangbad Pratidin.
