shono
Advertisement

Breaking News

ট্রাম্পের সুমতি ফেরাতে চা গেল কলকাতা থেকে

"দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ মনকে শুদ্ধ করুন৷ এখনও সময় রয়েছে" The post ট্রাম্পের সুমতি ফেরাতে চা গেল কলকাতা থেকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:50 PM Jul 14, 2016Updated: 07:14 PM Jul 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচার থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কার্যত হুমকি দিয়ে রেখেছেন, ক্ষমতায় এলে মুসলিমদের আমেরিকা থেকে তাড়িয়ে ছাড়বেন৷ তাঁর আগ্রাসী মনোভাবে অশনি সঙ্কেত দেখতে শুরু করেছেন মার্কিন মুলুকের অভিবাসীরাও৷ এবার সেই ট্রাম্পকে ‘সুস্থ’ করে তোলার লক্ষ্যে কলকাতার একটি সংস্থার দুই মহিলা প্রতিনিধি পাড়ি দিলেন মার্কিন মুলুকে৷ সঙ্গে ওই সংস্থার ৬০০০ ব্যাগ ‘অসম গ্রিন টি’৷ ট্রাম্পের জন্য চার বছরের চায়ের যোগান সঙ্গে নিয়ে বিশাল প্যাকেটের সঙ্গে গিয়েছে একটি চিঠিও৷ সেখানে লেখা “দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ মনকে শুদ্ধ করুন৷ এখনও সময় রয়েছে”

Advertisement

চিঠির বক্তব্য মোটামুটি এরকম- ” মিস্টার ট্রাম্প, ভারতের তরফ থেকে আপনাকে নমস্কার! আপনার জন্য গ্রিন টি পাঠানো হল ভারত থেকে৷ যা দূষিত ও ক্ষতিকর পদার্থের হাত থেকে আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে৷ পাশাপাশি আপনার মন ও শরীরকে শুদ্ধ করবে ও দেহের ভারসাম্য রক্ষা করবে৷ আপনাকে আরও তরতাজা রাখবে৷ আপনার জন্য তো ভালই, একইসঙ্গে আমেরিকার জন্য, গোটা দুনিয়ার জন্য জন্যও সেটা মঙ্গল! দয়া করে এই চা পান করুন৷” ট্রাম্প টাওয়ার পর্যন্ত এই চায়ের প্যাকেট পৌঁছে গিয়েছে৷ তবে ট্রাম্প এখনও এই চা পান করে দেখেছেন কি না, এখনও জানা যায়নি৷

যে সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে তার সেই Te-A-Me Teas সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে৷ যার বক্তব্য, এখনও সময় রয়েছে৷ দৈনিক তিন কাপ করে গ্রিন টি পান করলে দ্রুতই ট্রাম্প ‘সুস্থ’ হয়ে উঠতে পারেন! কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ক্ষোভ পুষে না রেখে, বৃহত্তর মানবতার স্বার্থে নিজেকে উৎসর্গ করুন ট্রাম্প, এমনটাই বক্তব্য সংস্থার৷ তবে এখনও ট্রাম্পের প্রচারনির্বাহী দলের তরফ থেকে এবিষয়ে কোনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

The post ট্রাম্পের সুমতি ফেরাতে চা গেল কলকাতা থেকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement