shono
Advertisement

Breaking News

কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তান, তথ্যপ্রমাণ দিল NIA

আলির স্বীকারোক্তি পেয়েই পাক হাই কমিশনারকে সমন পাঠিয়েছে ভারত৷ The post কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তান, তথ্যপ্রমাণ দিল NIA appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 AM Aug 11, 2016Updated: 06:47 PM Aug 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল! জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বুধবার স্পষ্ট জানিয়ে দিল, কাশ্মীরে অশান্তির পিছনে লস্কর জঙ্গিদের প্রত্যক্ষ মদত রয়েছে৷ ভূ-স্বর্গে অশান্তি জিইয়ে রাখতে লস্কর প্রচুর অস্ত্র সরবরাহ ও টাকা বিনিয়োগ করছে৷

Advertisement

এনআইএ-র আইজি সঞ্জীব কুমার বিশ্বাস আজ বলেছেন, “কাশ্মীর উপত্যকাকে অশান্ত করছে লস্কর জঙ্গিরা৷ তাদের পিছনে মদত রয়েছে পাক সেনার৷” আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি৷ তিনি আরও জানিয়েছেন, পাক সেনা কর্তারা সাধারণ পোশাকে লস্কর জঙ্গি ঘাঁটিগুলিতে যাচ্ছে৷ লস্কর জঙ্গিরা তাদের মেজর সাহেব না ক্যাপ্টেন বলে ডাকে৷

(ধৃত জঙ্গির স্বীকারোক্তিতে পাক-সন্ত্রাসের প্রমাণ)

এদিনের বৈঠকে এনআইএ-র তরফে ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করা হয়৷ গত ২৫ জুলাই আলিকে গ্রেফতার করে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষাবাহিনী৷ জেরার মুখে আলি স্বীকার করেছে, জামাত-উদ-দাওয়া ও লস্কর তাকে নিয়োগ করেছিল৷ তাকে তিন দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন জঙ্গি ক্যাম্পে৷ আলি স্বীকার করেছে, পাকিস্তানে বহু লস্কর ক্যাম্পে অন্তত ৩০-৫০ জন করে অস্ত্রশস্ত্র চালনায় দক্ষ জঙ্গি অপেক্ষা করছে ভারতে হামলা চালানোর জন্য৷ আফগানিস্তান-সহ বিভিন্ন দেশে তাদের প্রশিক্ষণ হয়৷ পাক সেনা কর্তারা মাঝেমধ্যেই জঙ্গি ঘাঁটিতে আসেন বলে স্বীকার করেছে আলি৷

আলির স্বীকারোক্তি পেয়েই পাক হাই কমিশনারকে সমন পাঠিয়েছে ভারত৷ ‘ক্রস বর্ডার টেররিজম’-এ অভিযুক্ত পাকিস্তান যে জঙ্গিদের মদত দিচ্ছে, তার অকাট্য প্রমাণ পেশ করেছে ভারত৷ আবদুল বসিতকে চিঠি লিখে ধৃত জঙ্গি আলির স্বীকারোক্তি জানানো হয়েছে৷

(অমরনাথ যাত্রাপথে হামলা চালাতে পারে ৩০০ পাক জঙ্গি!)

The post কাশ্মীরে অশান্তির পিছনে পাকিস্তান, তথ্যপ্রমাণ দিল NIA appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement