Advertisement
মোদির সঙ্গে বৈঠক, সৌজন্য বিনিময় যোগীর সঙ্গে, দিল্লিতে দিনভর একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর
বিশেষ কারণে শনিবার শহরে ফেরা হল না মমতার।
শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবুজ এবং প্রধান বিচারপতি এনভি রামানাকে হলুদ উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এদিনের সম্মেলনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশেই ছিল মমতার আসন। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Published By: Subhajit MandalPosted: 06:41 PM Apr 30, 2022Updated: 08:37 PM Apr 30, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
