সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নোকিয়া মোবাইল সম্পর্কে নানা ধরনের মজার মেমে প্রচলিত রয়েছে। যেমন, নোকিয়া মোবাইল মাটিতে পড়ায় মাটি ফেটে গিয়েছে কিংবা নোকিয়া ফোন দিয়ে আঘাত করে চোর, ডাকাত তাড়াচ্ছে কোনও ব্যক্তি। কিন্তু এবার মেমে নয়, বাস্তবে ঘটল এমন আশ্চর্য ঘটনা। নোকিয়া মোবাইল বাঁচাল ব্যক্তির প্রাণ। জানা গিয়েছে, আফগানিস্তানে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে সেই গুলি রীতিমতো আটকে দিয়েছে নোকিয়া মোবাইল। ব্যক্তির পকেটে থাকা নোকিয়া ফোনটিতে বুলেট এসে লাগে এবং তা ভেদ করে ব্যক্তির শরীরে কোনও আঘাত করতে পারেনি সেটি।
এই তথ্য মোবাইল ফোনের ছবি-সহ নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান। যদিও টুইট থেকে আফগানিস্তানের সেই ব্যক্তি এবং গোটা ঘটনা সম্পর্কে বিশেষ তথ্য জানা যাচ্ছে না। তবুও পিটারের এই টুইট প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় উঠে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। নোকিয়া সংক্রান্ত মেমেগুলিও আবারও তরতাজা হয়ে ফিরে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্কিলম্যানের টুইটের পর।
The post দুষ্কৃতীর গুলি আটকাল নোকিয়া ফোন, প্রাণে বাঁচল ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
