shono
Advertisement

থিম মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়, বাগনানের কালীপুজোয় জনতার ঢল

মাত্র একদিনে মণ্ডপ সাজিয়ে তুলেছেন ক্লাব সদস্যরা। The post থিম মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়, বাগনানের কালীপুজোয় জনতার ঢল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Nov 07, 2018Updated: 07:16 PM Nov 07, 2018

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: আর পাঁচটা থিমের পুজো যেমন হয়, হাওড়ার বাগনানের মুরালীবাড় শান্তি সংঘের কালীপুজোও তেমনই৷ তফাৎ বলতে, পুজো উদ্যোক্তা সকলেই মনেপ্রাণে মোহনবাগানি৷ তাই মন্দির বা অন্য কোনও বিখ্যাত স্থাপত্য নয়, প্রিয় ক্লাবের ঐতিহাসিক কীর্তিকেই এবারের কালীপুজোর থিম করেছেন তাঁরা৷ বাগনানের মুরালীবাড় শান্তি সংঘের পুজো প্রাঙ্গণে ফুটে ওঠেছে ১৯১১ সালে ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের শিল্ড জয়ের ঘটনা৷ মাত্র একদিনেই মণ্ডপটি সাজিয়ে তুলেছেন ক্লাব সদস্যরা৷ মণ্ডপসজ্জায় হাত লাগিয়েছিল এলাকার কচিকাঁচারাও৷

Advertisement

[কালীপুজোয় খড়দহের শ্রীপাদে শ্যামা সাজবেন শ্যামসুন্দর, কিন্তু কেন?]

খাতায় কলমে ফুটবল ক্লাব হিসেবেই পরিচিত মোহনবাগান৷ কিন্তু, পরাধীন ভারতে এই ক্লাবটি হয়ে ওঠেছিল জাতীয়বাদের প্রতীক৷ প্রবল পরাক্রমশালী ব্রিটিশদেরও যে হারানো যায়, তা দেখিয়ে দিয়েছিলেন ১১ জন সবুজ-মেরুন জার্সিধারী ফুটবলার৷ ১৯১১ সালে ইস্ট ইর্য়কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান৷ খেলার মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে ১১ জন বাঙালি ফুটবলারের লড়াইয়ে উদ্বেলিত হয়েছিল গোটা দেশ৷ নয়া উদ্যমে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন জাতীয়বাদীরা৷ পরাধীন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল  ব্রিটিশদের৷ একশো বছরেরও বেশি আগের সেই ঘটনাই এবার থিম বাগনানের মুরালীবাড় শান্তি সংঘের কালীপুজোর৷

পুজো প্রাঙ্গণে ঢোকার মুখে আইএফএ শিল্ডের বিশাল কাটআউট৷ গোটা প্যান্ডেল জুড়ে ছোট ছোট ভাসমান নৌকা৷ আর পুজো প্রাঙ্গণে ১৯১১ সালে মোহনবাগানের শিল্ডজয়ী দলের সদস্যদের ছবি যেমন আছে, তেমনি স্থান পেয়েছেন শৈলেন মান্না, চুনী গোস্বামীর মতো ক্লাবের কিংবদন্তী ফুটবলাররা৷ অভিনব এই থিমের কালীপুজো দেখতে মঙ্গলবার রাতে মানুষের ঢল নেমেছিল বাগনানের মুরালীবাড় শান্তি সংঘের পুজো প্রাঙ্গণে৷ ক্লাবের সদস্য সুমন চন্দ্র জানিয়েছেন, আপামর বাঙালির রক্তে মিশে মোহনবাগান৷ পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলনের শতাব্দীপ্রাচীন ক্লাবটির অবদান কম নয়৷ বার্তা একটাই, “হৃদয় জুড়ে একটি নাম, তোমার আমার মোহনবাগান।”

[ পাহাড় চূড়ায় মন্দির, কালীপুজোয় সাধনা করতেন অগ্নিযুগের বিপ্লবীরা]

The post থিম মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়, বাগনানের কালীপুজোয় জনতার ঢল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement