shono
Advertisement

ডেপুটি কালেক্টরকে চড় মেরে বিতর্কে এনসিপি বিধায়ক

এ রেওয়াজ থামবে কবে? The post ডেপুটি কালেক্টরকে চড় মেরে বিতর্কে এনসিপি বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 PM Aug 17, 2016Updated: 05:44 PM Aug 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার দম্ভ দেশের রাজনৈতিক নেতাদের যে কতটা অন্ধ করে দেয়, তার জ্বলন্ত নজির পেশ করলেন কারজাতের এনসিপি বিধায়ক সুরেশ লাড৷ মহারাষ্ট্রে তাঁর দফতরের এক ডেপুটি কালেক্টরকে চড় মেরেই ক্ষান্ত হননি বিধায়ক৷ হুমকি দিয়েছেন, ওই সরকারি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি৷

Advertisement

গোটা ঘটনাটি একটি ভিডিওতে ধরা পড়েছে৷ সংবাদসংস্থা এএনআই ভিডিওটি পোস্ট করেছে৷ তারপর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, ডেপুটি কালেক্টর অভয় কালগুড়কর প্রাণপণে বিধায়কের হাত থেকে বাঁচতে চাইছেন, কিন্তু পারছেন না৷ তাঁকে চড়ের পর চড় মেরেই যাচ্ছেন ওই বিধায়ক৷ কেন ওই কর্মীকে এ ভাবে মেরেছেন, সে বিষয়ে কোনও জবাব দেননি বিধায়ক সুরেশ লাড৷ মারধর করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি৷ তাঁর দফতর সূত্রে খবর, একটি জমি সংক্রান্ত সমস্যার জেরেই এদিনের ঘটনার সূত্রপাত৷

দেখুন সেই ভিডিও

WATCH: NCP MLA from Karjat, Suresh Lad slaps deputy collector in his office in Raigad(Maharashtra)https://t.co/9KYa3vrMOi

— ANI (@ANI_news) August 17, 2016

The post ডেপুটি কালেক্টরকে চড় মেরে বিতর্কে এনসিপি বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement