shono
Advertisement

Breaking News

পুজোয় কিছুটা চমক কিছুটা গল্প বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে

নতুন আঙ্গিকে ঠাকুরমার ঝুলির গল্প শোনাবেন শিল্পী অদিতি চক্রবর্তী The post পুজোয় কিছুটা চমক কিছুটা গল্প বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:43 AM Sep 14, 2016Updated: 08:17 PM Sep 13, 2016

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ অষ্টম প্রতিবেদনে পড়ুন হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রস্তুতি৷

Advertisement

শুভময় মণ্ডল: ঠাকুরমার ঝুলির গল্প মনে আছে? লালকমল-নীলকমল, অরুণ-বরুণ-কিরণমালা, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি, সাত ভাই চম্পা, সুখসারি আরও কত সুন্দর রূপকথার গল্প৷ কত পুরনো অথচ আজও কত অমলিন৷ কিন্তু সেইসব গল্প নবীন প্রজন্ম কাছে প্রায় গুরুত্বহীন হয়ে গিয়েছ৷ এখন শিশুমন মজেছে পোকেমন, ডোরেমন, ছোটা ভীম-এ৷ অথচ একসময় ঠাকুরমার ঝুলি না পড়লে বেড়ে ওঠাই অসম্পূর্ণ মনে হত৷

কাল্পনিক ব্যাঙের ছাতা

কেমন হয় যদি সেই ঠাকুরমার ঝুলির গল্পসম্ভার চাক্ষুষ করা যায়? রূপকথার গল্পের কাল্পনিক চরিত্রগুলি যদি জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে৷ এবার সেই ভাবনাকে পাথেয় করেই দুর্গাপুজোর থিম বানিয়েছেন থিমমেকার অদিতি চক্রবর্তী৷ রূপকথার কাল্পনিক চরিত্রগুলিকে পুজোর মণ্ডপে ফুটিয়ে তোলার প্রয়াস করেছেন হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে৷ ৪৫তম বর্ষে তাদের থিম ‘চমক অল্প স্বল্প, বাকিটা গল্প’৷
গত বছর শিল্পী পার্থ দাশগুপ্তর সৃজনে ছড়ার মজায় দুর্গাপুজোয় মেতেছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব৷ এবছর শিল্পী অদিতি চক্রবর্তীর সৃজনে ঠাকুরমার ঝুলি৷ থিম সংগীত সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত৷

সেজে উঠছে পুজোমণ্ডপ

এবার আসা যাক থিমের কথায়৷ গোটা মণ্ডপটি প্লাইউড, কাঠের কাজে সেজে উঠেছে৷ ঠাকুরমার ঝুলির বিভিন্ন চরিত্রকে সামনে রেখে মহিষাসুরমর্দিনীর গল্প ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ এখানে ঠাকুরমা শিশুদের কাল্পনিক মহিষাসুরমর্দিনীর গল্প শোনাচ্ছে৷ বাকিটা গল্পের মতো বেশ কিছু চমক রয়েছে এই থিমে৷ সেটা ক্রমশ প্রকাশ্য৷ ২০১৪ সালের পুজোয় গোটা মণ্ডপ জুড়ে থ্রি-ডি আর্ট পেন্টিংয়ের থিম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব৷ পার্থ দাশগুপ্তর সৃজনে থ্রি-ডি পেইন্ট সবার প্রশংসা কুড়িয়েছিল৷ এবার ঠাকুরমার ঝুলির রূপকথা দিয়ে পুজোপ্রেমীদের মন কতটা জয় করতে পারেন শিল্পী অদিতি এখন সেটাই দেখার৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

The post পুজোয় কিছুটা চমক কিছুটা গল্প বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement