shono
Advertisement

ডিসেম্বরেই মা হবেন করিনা

সত্যি হবু বাবা মন ভরানো সুখবর দিলেন বটে! The post ডিসেম্বরেই মা হবেন করিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 PM Jul 02, 2016Updated: 06:25 PM Jul 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল! মিডিয়ার প্রচারকে থামিয়ে দেওয়ার জন্য কখনও কপট রাগ দেখাচ্ছিলেন, কখনও আবার ঠাট্টা করছিলেন বেবো। কিন্তু সত্যি বেশিদিন লুকিয়ে রাখা যায় না। তাই নবাব বেগমের একপ্রকার অনিচ্ছা সত্ত্বেও খবরটা প্রকাশ্যে এসেই গেল।
সত্যিই মা হতে চলেছেন করিনা কাপুর খান।
বেবো নিজে এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঠিকই, তবে সন্তান সম্ভাবনার কথা আনন্দের সঙ্গে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বয়ং নবাব। সম্প্রতি, সইফ আলি খান নিজে করিনার মা হওয়ার খবরটি প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেছেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এবং করিনা আমাদের সন্তানের জন্ম দিতে চলেছি। আগামী ডিসেম্বর মাসে মা হবেন করিনা। যাঁরা আমাদের শুভ কামনা করেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। সংবাদমাধ্যমগুলি ধৈর্য ধরে খবরটির জন্য অপেক্ষা করেছে। তাই তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।”
সত্যি হবু বাবা মন ভরানো সুখবর দিলেন বটে!

Advertisement

The post ডিসেম্বরেই মা হবেন করিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement