shono
Advertisement

Breaking News

US

লড়াই শেষ, নিউ ইয়র্কে আগুনে ঝলসে যাওয়া আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হাসপাতালে

বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
Published By: Subhodeep MullickPosted: 06:58 PM Dec 08, 2025Updated: 11:05 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নিউইর্য়কে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রীর। তাঁর নাম সাহাজা রেড্ডি উদুমালা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরও তিন জন। কিন্তু শনিবার তাঁদের মধ্যে আরও একজনের মৃত্যু হল। জানা গিয়েছে, তিনিও একজন ভারতীয়। উচ্চশিক্ষার জন্য নিউ ইর্য়কে পাড়ি দিয়েছিলেন তিনি। মৃতের নাম আনভেস সারাপেল্লি। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছিল বলে খবর।

Advertisement

নিউ ইয়র্কের আলাবানিতে চারজন ঘর ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার আচমকা সেই বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের আধিকারিকরা। অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধারকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সাহাজা এবং আরও একজনকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় সাহাজার। এবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল আরও একজনের।

ঘটনায় শোকপ্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘আলবানিতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আনভেস সারাপেল্লির। এই ঘটনায় আমরা শোকাহত। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। সবরকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি নিউইর্য়কে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রীর।
  • অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরও তিন জন।
  • শনিবার তাঁদের মধ্যে আরও একজনের মৃত্যু হল।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার