shono
Advertisement

Breaking News

এলাকার প্রবীণতম বাসিন্দারা উদ্বোধন করেন আন্দুলের এই পুজোর

পুজোয় নেই কোনও চাঁদার ব্যবস্থা। The post এলাকার প্রবীণতম বাসিন্দারা উদ্বোধন করেন আন্দুলের এই পুজোর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:49 PM Oct 05, 2019Updated: 04:49 PM Oct 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর উদ্বোধনে এখন সেলিব্রিটিদের হিড়িক। বড় পুজো মানেই তা উদ্বোধন করতে আমন্ত্রিত হবেন কোনও ছবির তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু ব্যতিক্রম এক্ষেত্রেও আছে। কলকাতা শহর যখন সেলেব্রিটিদের সময় পেতে ব্যস্ত, তখন শহতরতলীর একটি পুজোর উদ্যোক্তা সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে পুজোর উদ্বোধন করালেন এলাকার বয়স্ক মানুষদের দিয়ে। এবছর পুজোর উদ্বোধন করলেন ৫ জন সত্তরোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা।

Advertisement

[ আরও পড়ুন: প্রতিবছর শ্রীলঙ্কা থেকেই আসেন পুরোহিত, ব্যতিক্রমী উদ্যোগ মালদহের মণ্ডল বাড়ির ]

আন্দুল রোডের বকুলতলা ইউথ কর্নারে প্রতি বছরই এভাবেই পুজো উদ্বোধন করে। এই পুজোর উদ্যোক্তা অসিত রায়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এই পুজোটি করে থাকেন। ‘ব্যক্তিগত’ এই জন্যই, কারণ এই পুজোয় কোনও চাঁদার বন্দোবস্ত নেই। পুজোয় সবাইকে সাদর আমন্ত্রণ। পাড়ার লোকেরা এই পুজোয় উপস্থিত থাকেন। আনন্দও করেন। উদ্যোগ নিয়ে কাজকর্মও করেন। কিন্তু চাঁদা দিতে পারেন না। চাইলেও না। কারণ, অসিত রায় কারওর থেকে চাঁদা নেন না। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে যুক্ত তিনি। যা আয় করেন, তারই একটা অংশ খরচ করেন পুজোয়। কারওর থেকে কোনও সাহায্য নেন না। বছরের পর বছর চলে আসছে এই অলিখিত নিয়ম।

[ আরও পড়ুন: ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেলে সতর্ক থাকুন, বাড়িতেও এভাবে কাটাতে পারেন সময় ]

এবছর ৪৮ বছরে পা দিল বকুলতলা ইউথ কর্নারের এই পুজো। প্রতি বছরের মতো এবছরও এখানে পুজোর উদ্বোধন করেন ৭০-৭৫ বছরের বৃদ্ধ-বৃদ্ধারা। স্থানীয় একটি ক্লাবে ক্লাবকে উদ্বোধনের বিষয়টি আগে থেকেই জানিয়ে রাখা হয়েছিল। সেই মতো তারাও এলাকার থেকে ৫ জন সত্তরোর্ধ্ব মানুষকে উদ্বোধনের জন্য মণ্ডপে নিয়ে আসেন। এঁরা প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। ২ বৃদ্ধ ও ৩ বৃদ্ধা পুজোর উদ্বোধন করেন এবছর। এঁদের মধ্যে দু’জনের নাম অসিম দাস ও রাধারানি মণ্ডল। পুজোয় বস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাউল গানও গাওয়া হয়।

The post এলাকার প্রবীণতম বাসিন্দারা উদ্বোধন করেন আন্দুলের এই পুজোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার