shono
Advertisement

মূল্যবৃদ্ধির বিরু‌দ্ধে সংসদে সরব হবে তৃণমূল

মমতা আগেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই যেমন জারি থাকবে, তেমনই যে কোনও ইতিবাচক পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্কই রক্ষা করবে রাজ্য৷ The post মূল্যবৃদ্ধির বিরু‌দ্ধে সংসদে সরব হবে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:47 PM Jul 11, 2016Updated: 02:18 PM Jul 11, 2016

স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের আসন্ন অধিবেশনে সরব হবে তৃণমূল৷ ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে রাজ্যসভায় নোটিস দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷
এক বিবৃতিতে তাঁর দাবি, পেট্রোল, ডিজেল, শস্য, শাকসবজি সবকিছুর অস্বাভাবিক দামের বোঝায় জর্জরিত দেশের মানুষ৷ সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই ইস্যুতে লড়াই করবে তৃণমূল৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে গোপন বোঝাপড়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা৷ স্বাভাবিকভাবেই ভোটের পর প্রথম এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের এহেন আক্রমণাত্মক ভূমিকার প্রস্তুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এছাড়াও অধিবেশন শুরুর সময়ই দিল্লিতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ যে নিঃসন্দেহেই বাড়তি মাত্রা পেতে চলেছে তা বলাই বাহুল্য৷ তবে একইসঙ্গে ডেরেক জানিয়ে দিয়েছেন, জিএসটি ইস্যুতে সরকারকে সহযোগিতার অবস্থান বজায় থাকবে৷
প্রসঙ্গত, মমতা আগেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই যেমন জারি থাকবে, তেমনই যে কোনও ইতিবাচক পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্কই রক্ষা করবে রাজ্য৷

Advertisement

The post মূল্যবৃদ্ধির বিরু‌দ্ধে সংসদে সরব হবে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement