shono
Advertisement

সাইকেল ভ্রমণে ভাইজান, ব্যস্ত রাস্তায় দুর্ভোগে আম আদমি

আর ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলি একে একে বেরিয়ে যাচ্ছিল, সহ-পথিক যে সল্লু ভাই তা যেন খেয়ালই করছিলেন না কেউ! The post সাইকেল ভ্রমণে ভাইজান, ব্যস্ত রাস্তায় দুর্ভোগে আম আদমি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:48 PM Aug 16, 2016Updated: 05:18 PM Aug 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন ভাইজান৷ মাঝেমধ্যেই তাঁর এমন ইচ্ছে হয়৷ আর সোমবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীন ভাবে সাইকেল চালাবার ইচ্ছা হয়েছিল তাঁর৷ বান্দ্রা থেকে ওর্লির রাস্তায় হঠাৎ সাইকেল চালানোর ঘটনায় বেশ বিপাকে পড়লেন আম আদমি৷ কারণ বলিউডের হার্টথ্রব যখন রাস্তায় সাইকেল চালাচ্ছেন তাঁকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না! তাই তাঁর সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁরই নিরাপত্তারক্ষীরা৷

Advertisement

ভাইজানের কাছে যাতে কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন তাঁরা৷ নানা চেষ্টার মাধ্যমে তাঁরা পথ চলতি গাড়িগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন৷

আর ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলি একে একে বেরিয়ে যাচ্ছিল, সহ-পথিক যে সল্লু ভাই তা যেন খেয়ালই করছিলেন না কেউ!

The post সাইকেল ভ্রমণে ভাইজান, ব্যস্ত রাস্তায় দুর্ভোগে আম আদমি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement