shono
Advertisement
Under-19 Women's Asia Cup

৬৭ রানে থামল পাকিস্তান, মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বিরাট ব্যবধানে জয় ভারতের

৭৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
Published By: Arpan DasPosted: 06:59 PM Dec 15, 2024Updated: 07:01 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেল ভারত। এবার জয় এল মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে। জি কমলিনী, সোনম যাদবদের দাপটে ভারত জিতল ৯ উইকেটে। দিন কয়েক আগে পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল। এদিন যেন তার 'বদলা'ও নেওয়া হল।

Advertisement

কুয়ালালামপুরে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। ওপেনিংয়ে কোমল খান ২৪ রান তুলে সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষের দিকে ১১ রান করেন কুয়ারাতুলাইন আহসেন। তার বাইরে কারওর রান দুই সংখ্যায় পৌঁছয়নি। ভারতের হয়ে ৪ উইকেট তোলেন সোনম যাদব। মিথিলা বিনোদ, পারুনিকা সিসোদিয়া, ভিজে জোশিস্থা একটি করে উইকেট তোলেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে পাকিস্তান।

জবাবে জয়ের জন্য প্রয়োজনীয় রান সহজেই তুলে নেয় ভারত। যার নেপথ্যে জি কমলিনীর বিধ্বংসী ইনিংস। মাত্র ২৯ বলে ৪৪ রান করেন তিনি। গঙ্গাদি তৃষা শূন্য রানে আউট হয়ে গেলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি। কমলিনীকে সঙ্গে দেন সনিকা চালকে। ১৭ বলে ১৯ রান করেন তিনি। মাত্র ৭.৫ ওভারে ৯ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। গ্রুপ এ-র প্রথম ম্যাচে জিতে লিগ শীর্ষে রয়েছেন নিকি প্রসাদরা। পরের ম্যাচ নেপালের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেল ভারত। এবার জয় এল মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে।
  • জি কমলিনী, সোনম যাদবদের দাপটে ভারত জিতল ৯ উইকেটে।
  • দিন কয়েক আগে পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল। এদিন যেন তার 'বদলা'ও নেওয়া হল।
Advertisement