shono
Advertisement

কাশ্মীর সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পাক প্রভাব! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এবার কি রাষ্ট্রসংঘেও প্রভাব বিস্তার করছে ইসলামিক উগ্রবাদীরা? The post কাশ্মীর সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পাক প্রভাব! ফাঁস চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 06:06 PM Jul 11, 2018Updated: 08:12 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি রাষ্ট্রসংঘেও থাবা বসাল ইসলামপন্থী উগ্রবাদীরা? সম্প্রতি যে চাঞ্চল্যকর তথা প্রকাশ্যে এসেছে তাতে মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনা৷ জানা গিয়েছে, গত মাসে জম্মু-কাশ্মীর সম্পর্কে যে বিতর্কিত রিপোর্ট পেশ করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন, তাতে বাইরে থেকে প্রভাব খাটিয়েছিল উগ্র ইসলামপন্থী পাক সাংবাদিক জাফর বাঙ্গেশ৷ ওই বিতর্কিত রিপোর্ট তৈরি করতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সচিব জেইদ রা’আদ আল-হুসেনকে বেশকিছু পরামর্শ দিয়েছিল সে৷ সম্প্রতি কাশ্মীর সম্পর্কিত একটি আলোচনা সভায় যোগ দিতে এসে এই চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন কানাডার ইসলামিক সোসাইটির এই ইমাম৷

Advertisement

[দুর্নীতির প্রতিবাদ, বাড়িছাড়া করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিককে]

পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকদের মন পেতে এই উগ্র ইসলামপন্থী সাংবাদিক জানায়, রিপোর্ট পেশের আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সচিবের সঙ্গে যোগাযোগ করেছিল সে৷ ইমেলের মাধ্যমে সচিবের কাছে আরজি জানিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ও জম্মু-কাশ্মীরে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল যেন সফর করতে আসেন৷ জাফর বাঙ্গেশের বক্তব্য থেকেই জানা গিয়েছে, ইমেলের উত্তর দিয়েছিলেন কমিশন সচিব জেইদ রা’আদ আল-হুসেন৷ এরপরে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছালে তাঁদের পাক প্রশাসনের আধিকারিকরাই পিওকে সফরে নিয়ে যায়৷ সেখানকার পরিস্থিতি দেখান৷ প্রথম দিন থেকেই রাষ্ট্রসংঘের এই রিপোর্টকে উদ্দেশ্যে প্রণোদিত বলে খারিজ করে দিয়েছিল নয়াদিল্লি৷ আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরে সুর আরও চড়িয়েছে ভারত৷ তাঁদের দাবি, এই ফলে বিদেশমন্ত্রকের অভিযোগ প্রতিষ্ঠিত হল৷ বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও৷ তাঁদের মতে, রাষ্ট্রসংঘের কোনও রিপোর্টের ক্ষেত্রে বাইরে থেকে এমন প্রভাব খাটানোর অভিযোগ উঠলে তা অত্যন্ত বিপজ্জনক বিষয়৷

[তিনদিনের রোমহর্ষক অভিযান শেষ, থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ১২ ফুটবলার ও কোচ]

গত মাসের ১৪ তারিখে জম্মু-কাশ্মীর সম্পর্কে একটি বিতর্কিত রিপোর্ট পেশ করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন৷ যেখানে বলা হয়েছিল, উপত্যকায় সাধারণ জনজীবন ব্যাহত৷ সেখানে মানুষের স্বাধিকারে হস্তক্ষেপ করেছে ভারতীয় সেনা৷ প্রথম থেকেই এই অভিযোগ খারিজ করেছে ভারত। দ্ব্যর্থহীন ভাষায় এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলেছিল নয়াদিল্লি৷ তবে এই রিপোর্টকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শোরগোল করতে শুরু করেছিল পাকিস্তান৷ তবে রিপোর্ট পেশে ইসলামাবাদের প্রভাব খাটানোর বিষয়টি প্রকাশ্যে চলে আসার এতে পাকিস্তানেরই মুখ পুড়ল বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷

The post কাশ্মীর সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পাক প্রভাব! ফাঁস চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement