shono
Advertisement

বাজেট ২০২৩: রেলের জন্য বরাদ্দ ২.৪ লক্ষ কোটি টাকা, আর কী জানালেন অর্থমন্ত্রী?

এই বরাদ্দ রেল বাজেটে সর্বকালীন রেকর্ড।
Posted: 06:46 PM Feb 01, 2023Updated: 06:46 PM Feb 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছরই লোকসভা নির্বাচন। তার উপর ২০২৩ সালে বছরভর ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন। এমনকী, উপত্যকাতেও বেজে যেতে পারে ভোটের দামামা। এই পরিস্থিতিতে এবারের বাজেট মধ্যবিত্তের দিকে তাকিয়ে হতে পারে, এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত তার প্রভাব পড়ল রেল বাজেটেও। চলতি অর্থবর্ষে ভারতীয় রেলের জন্য বরাদ্দ হল ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যা সর্বকালীন রেকর্ড।

Advertisement

বুধবার এই ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়ে দেন, ”এটা ২০১৩-১৪ সালের বাজেটে পাওয়া বরাদ্দের ৯ গুণ।” উল্লেখ্য, ইউপিএ-২ সরকারের শেষ বাজেটে (Union Budget 2023) রেলের (Indian Railways) জন্য বরাদ্দ হয়েছিল ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, এবার সব মিলিয়ে ১০০টি গুরুত্বপূর্ণ পরিবহণ পরিকাঠামো প্রকল্পের ঘোষণাও করছে কেন্দ্র। পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হবে।

[আরও পড়ুন: বাজেটের দিন নেটদুনিয়ায় ট্রেন্ডিং #middleclass, মজাদার মিমের ছয়লাপ সোশ্যাল মিডিয়ায়]

যদিও এবারের বাজেট পেশের সময় রেলের বরাদ্দ অর্থ কোন কোন খাতে খরচ হবে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি অর্থমন্ত্রী। কিন্তু তাঁর বাজেটের ‘খাতা’ থেকে জানা গিয়েছে রেল সম্পর্কিত নানা পরিকল্পনার কথা। জানা যাচ্ছে, আগামী ২৫ বছরে ১ লক্ষ কিলোমিটার রেলট্র্যাক নির্মিত হবে দেশে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ”যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে ১ হাজার ২৭৫টি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে।” এর মধ্যে নয়াদিল্লি, আহমেদাবাদ, কানপুর, লখনউয়ের মতো বড় স্টেশন যেমন রয়েছে। তেমনই রয়েছে পুরী, যোধপুর, জয়পুর-গান্ধীনগর মতো মাঝারি স্টেশনও। রয়েছে বহু ছোট স্টেশনও। সেই সঙ্গে রেলমন্ত্রী বলেন, বিগত বছরগুলিতে রেলে বিনিয়োগের ঘাটতির ফলে বহু পরিকল্পনাকে স্বার্থক রূপ দেওয়া যায়নি। যা এবার সম্ভব হবে।

[আরও পড়ুন: ভোটমুখী কর্ণাটকে ৫, ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ, নির্মলার বাজেটে কী পেল বাংলা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement