সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট (Union Budget) পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। রীতি মেনেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফেব্রুয়ারির শুরুতে বাজেট পেশের এই রীতি আগে ছিল না। একটা সময় পর্যন্ত বাজেট পেশ করা হত ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। ২০১৭ সালে মোদি সরকারই এই রীতি বদলায়। সে সময় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি।
কিন্তু কেন ফেব্রুয়ারির শেষদিনের বদলে শুরুর দিন বাজেট পেশ করার রীতি শুরু করেন জেটলি। আসলে ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকাল ৫ টায় বাজেট পেশের রীতি চলে আসছিল সেই ব্রিটিশ আমল থেকে। মোদি সরকার সেই ঔপনিবেশিক রীতি বদলাতেই বাজেটের দিন ও সময় বদলায়। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের স্বপক্ষে অরুণ জেটলি যুক্তি দেন, ফেব্রুয়ারির শেষ দিন বাজেট পেশ হলে নতুন অর্থবর্ষের জন্য নতুন আর্থিক নীতি প্রণয়নে সমস্যায় পড়তে হয় সরকারকে। কারণ সরকারের হাতে সময় কম থাকে।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]
সচরাচর ১ এপ্রিল নতুন অর্থবর্ষের সব নীতি কার্যকর করতে হয়। ফেব্রুয়ারির শেষদিন থেকে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত সময় মাত্র মাসখানেক। সেখানে ফেব্রুয়ারির শুরুতে বাজেট পেশ করলে সময়টা বেশি পাওয়া যায়। এই যুক্তিতেই ফেব্রুয়ারির শুরুতে বাজেট পেশ চালু করেন জেটলি। ওই বছরই রেল এবং সাধারণ বাজেট একসঙ্গে পেশ করার রীতিও চালু করেন জেটলি।
[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]
উল্লেখ্য, চলতি বছরই লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। সচরাচর ভোট অন অ্যাকাউন্টে বড় কোনও ঘোষণা সরকার করে না। কিন্তু ২০১৯ সালেও সেই রীতি ভঙ্গ করে বড়সড় করছাড় ঘোষণা করেছিল মোদি সরকার। ২০২৪ সালেও তার ব্যতিক্রম হবে না। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে।