টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপিরই একাংশ। দলের কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ায় বিজেপির কার্যালয়েই তালাবন্দি করা হল মন্ত্রীকে। বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তাল এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
ঠিক কী অভিযোগ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে? বিজেপি কর্মীদের একাংশের দাবি, ৫ লক্ষ টাকার বিনিময়ে অনেককে কল্যাণী এইমসের চাকরি পাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এখানেই শেষ নয়, মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার এরই প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। কার্যালয়ের বাইরে দফায় দফায় চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি।
[আরও পড়ুন: ঝালদায় ডামাডোল চলছেই! পুর বৈঠকে এবার গরহাজির তৃণমূলের প্রতীকে জেতা ৫ কাউন্সিলর]
পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। পুলিশের সামনেই দফায় দফায় চলে বিক্ষোভ। সেখান থেকে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। এর খানিকক্ষণ পর পুলিশের তৎপরতায় কার্যত পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় মন্ত্রী। বেরনোর সময় একাধিক প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর নামে স্লোগান তুলে ঘটনাস্থল ছাড়েন তিনি।