শান্তনু কর, জলপাইগুড়ি: ভয়াবহ দুর্ঘটনার মুখে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট ভ্যান। কেন্দ্রীয় মন্ত্রী সেই সময় গাড়িতে না থাকায় জখম হননি। তবে গুরুতর আহত হয়েছেন তিন পুলিশকর্মী। ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার এশিয়ান হাইওয়ে ৪৮ এর দুর্ঘটনায় সাময়িক যানচলাচল ব্যাহত হয়।
পুলিশ সূত্রে খবর, ওই এসকর্ট ভ্যানটি জলপাইগুড়ি থেকে বানাহারহাটে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে যাচ্ছিল। সেই সময় বৃষ্টি হচ্ছিল। ধূপগুড়ি ঠাকুরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে যাওয়ার পথে আচমকা একটি গাড়ি সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে এসকর্ট ভ্যানে ধাক্কা মারে। বৃষ্টিভেজা পথে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ওই গাড়িটি এসকর্ট ভ্যানে ধাক্কা মারে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: স্বামীর রোষে বাদ পড়েছিল কব্জি, কৃত্রিম হাতে লিখেই নির্মমতার কাহিনি মলাটবন্দি করলেন রেণু]
তার ফলে গাড়িতে থাকা পুলিশ কর্মীরা গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই পুলিশকর্মীকে পরে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।