shono
Advertisement

প্রশাসনকে মজবুত করতে স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছে রাখলেন আদিত্যনাথ

স্বরাষ্ট্রদপ্তর নিজের হাতেই রেখেছেন আদিত্যনাথ। The post প্রশাসনকে মজবুত করতে স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছে রাখলেন আদিত্যনাথ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Mar 22, 2017Updated: 03:44 PM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মসনদে বসার পর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে আলোচনার পর বুধবার, মন্ত্রিসভার ঘোষণা করা হয়। সংবাদ সংস্থা এএনআই সুত্রে খবর, স্বরাষ্ট্রদপ্তর নিজের হাতেই রেখেছেন আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য পেয়েছেন পূর্ত ও খাদ্যপ্রক্রিয়াকরণ দপ্তর। প্রাক্তন কংগ্রেস নেত্রী রীতা বহুগুণ যোশীকে দেওয়া হয়েছে শিশুবিকাশ দপ্তর। কৃষিদপ্তরেরে দ্বায়িত্ব দেওয়া হয়েছে সূর্য্যপ্রতাপ সিংকে। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী রাজেশ আগরওয়াল।

Advertisement

[গিনেস বুকে রাহুল গান্ধীর নাম উঠুক, আবেদন পড়ুয়ার]

মঙ্গলবার, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন আদিত্যনাথ। উত্তরপ্রদেশে সরকারের ১০০ দিনের যে এজেন্ডা রয়েছে তা নিয়ে মোদির পরামর্শ চেয়েছিলেন তিনি। মন্ত্রীসভা সাজাতে এদিন অমিত শাহর পরামর্শও নিয়েছিলেন আদিত্যনাথ। শপথ নেওয়ার পরই রবিবার মন্ত্রীসভার বৈঠকে বসে একাধিক ফরমান জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের মন্ত্রীরা আর লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি আধিকারিকদের ১৫ দিনের মধ্যে স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসাব দেওয়ারও নির্দেশ দেন তিনি। কর্মসংস্কৃতি ফেরাতে সবরকম পদক্ষেপই যে করা হবে মুখ্যমন্ত্রী হওয়ার পর গত কয়েকদিনে একাধিকবারই সে বার্তা দিয়েছেন আদিত্যনাথ।

[নারদ ইস্যুতে বিজেপির প্রতিবাদ মিছিলে ব্যাপক গণ্ডগোল]

মসনদে আসিন হওয়ার আগেই আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন বেআইনি কসাইখানাগুলি বন্ধ করে দেওয়া হবে। দায়িত্বে আসার দিন থেকেই সে কাজ শুরু হয়ে গেল। গত ৪৮ ঘণ্টার মধ্যে গাজিয়াবাদে মোট ৩০টি বেআইনি কসাইখানায় তালা পড়েছে। মিরাটের একটি কসাইখানা এবং লখনউয়ের বেশ কিছু বেআইনি মাংসের দোকানকে সিল করে দিয়েছে পুলিশ। এদিকে উত্তরপ্রদেশে মহিলাদের ইভ-টিজিং ও ধর্ষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই সে বিষয়টিও কড়া হাতে দমন করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তার জন্য এবার ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরি করা হয়েছে।

[বেঙ্গালুরুতে ফের শ্লীলতাহানি, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ]

The post প্রশাসনকে মজবুত করতে স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছে রাখলেন আদিত্যনাথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement