shono
Advertisement

রাহুলের প্রশংসা করতে গিয়ে ‘পাপ্পু’বলে পদ খোয়ালেন কংগ্রেস নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসার জলে রাজনীতির চিড়ে ভিজিয়ে নেওয়া আর হল না৷ উল্টে টকে গেল পাতের খাবার৷ ‘পাপ্পু’ থুড়ি রাহুল গান্ধীর গুণগান করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা বিনয় প্রধান৷ ‘অতিস্নেহে’ সোশ্যাল মিডিয়ায় রাহুলকে পাপ্পু বলে অভিহিত করে পদ খোয়ালেন কংগ্রেসের মিরাঠ শাখার প্রধান৷ [ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিতর্কে বাংলাদেশি ফ্যানের ক্রিকেটভক্তি] […] The post রাহুলের প্রশংসা করতে গিয়ে ‘পাপ্পু’ বলে পদ খোয়ালেন কংগ্রেস নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Jun 14, 2017Updated: 06:07 AM Jun 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসার জলে রাজনীতির চিড়ে ভিজিয়ে নেওয়া আর হল না৷ উল্টে টকে গেল পাতের খাবার৷ ‘পাপ্পু’ থুড়ি রাহুল গান্ধীর গুণগান করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা বিনয় প্রধান৷ ‘অতিস্নেহে’ সোশ্যাল মিডিয়ায় রাহুলকে পাপ্পু বলে অভিহিত করে পদ খোয়ালেন কংগ্রেসের মিরাঠ শাখার প্রধান৷

Advertisement

[ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিতর্কে বাংলাদেশি ফ্যানের ক্রিকেটভক্তি]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কংগ্রেসের ‘যুবরাজের’ মান্দসৌর সফরের প্রসংশায় পঞ্চমুখ হয়ে ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ নামের একটি হোয়াটঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পোস্ট করেন ওই কং নেতা৷ মেসেজটিতে লেখা ছিল, “পাপ্পু আদানি, বিজয় মালিয়া ও আম্বানির সঙ্গে হাত মেলাতে পারতেন৷ চাইলে প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজের জীবন বিপন্ন করে মান্দসৌরে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৷” পোস্টটি করে প্রধান হয়তো ভেবেছিলেন দারুণ খুশি হবেন যুবরাজ৷  তবে এক্ষেত্রে ‘মোগ্যাম্বো খুশ হুয়া’র পরিবর্তে মঙ্গলবার তাঁকে দলীয় পদ থেকেই বরখাস্ত করা হয়৷ দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কংগ্রেস ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান রামকৃষ্ণ দ্বিবেদী৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস সহ-সভাপতিকে পাপ্পু বলে গর্হিত কাজ করেছেন প্রধান৷ এই ঘটনায় অন্য দলও জড়িত থাকতে পারে৷ এছাড়াও, বিতর্ক উসকে কৃষকদের সমস্যা থেকে নজর সরানোর জন্যও এই কাজটি করা হয়েছে বলে দাবি করেছেন দ্বিবেদী৷

[লন্ডনের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন]

তবে চাপে পড়ে অবশ্য সম্পূর্ণ উল্টোসুর ধরেছেন বিতর্কের মধ্যমণি বিনয় প্রধান৷ তাঁর দাবি ওই মেসেজটি তিনি করেননি৷ তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়ে দল একতরফা সিদ্ধান্ত নিয়েছে৷ উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে অনেকেই মজা করে থাকেন৷ দাবি করা হয় রাহুলের রাজনৈতিক অপরিপক্কতা ও অদূরদর্শিতার জন্যই তাঁর এই নামকরণ করা হয়েছে৷

[OMG! মুম্বইয়ে কলেজ চত্বরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ!]

The post রাহুলের প্রশংসা করতে গিয়ে ‘পাপ্পু’ বলে পদ খোয়ালেন কংগ্রেস নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার