সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের এক মাদকাসক্তের পৈশাচিক আচরণে হতবাক গোটা দেশ। অভিযোগ, দুই কুকুরশাবকের কান এবং লেজ কেটে তা দিয়ে মদ্যপান করে ওই ব্যক্তি। এই নৃশংসতায় তার এক সহযোগীও ছিল। ঘটনার পর কুকুর দু’টির আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তারা গুরুতর আহত শাবকদের পশু হাসপাতালে নিয়ে যান। এক পশুপ্রেমী থানায় এফআইআর করেছেন অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনাটি উত্তপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলার (Bareilly District) ফরিদপুর এলাকার। অভিযুক্তের নাম মুকেশ বাল্মীকি। অবলা কুকুরছানার প্রতি নির্মমতায় চরম উদাহরণ তৈরি করে সে। স্থানীয়রা অভিযোগ করেন, মুকেশ ও তার সহযোগী রাস্তার ধারে বসে নেশা করছিল। মদ খাওয়ার মাঝে আচমকা দু’টি কুকুরছানাকে তুলে আনে তারা। এরপর একটি কুকুর ছানার একটি কান কেটে নেয়, অন্য ছানাটির লেজ কেটে নেয় তারা। তার পর সেই কাটা কান এবং লেজ-সহযোগে মদ্যপান করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: তাওয়াং হামলার সঙ্গে মহড়ার যোগ নেই, জানাল ভারতীয় বায়ুসেনা]
প্রসঙ্গত, এর আগেও বরেলিতে পশুদের সঙ্গে নৃশংসতার একাধিক ঘটনা ঘটেছে। মাঝে একটি ইঁদুরের পিঠে পাথর বেঁধে তাকে নর্দমায় ফেলে দেওয়া হয়। এর ফলে ঢুবে মৃত্যু হয় প্রাণীটির। কুকুরশাবককে পাথর দিয়ে থেঁতলে মারার ঘটনাও যোগীরাজ্যের এই শহরে আগে ঘটেছে।