shono
Advertisement

UP Election 2022: মেলেনি ভোটের টিকিট, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা সমাজবাদী পার্টির কর্মীর!

ভোটের আগে এহেন ঘটনায় বিড়ম্বনায় অখিলেশের দল।
Posted: 01:44 PM Jan 16, 2022Updated: 01:48 PM Jan 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ সদস্য হিসেবে কাজ করে এসেছেন। তবুও বিধানসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। এই অবস্থায় ক্ষোভ, অভিমান খুব স্বাভাবিক। আর সেই ক্ষোভ থেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজবাদী পার্টির এক সদস্য। লখনউতে পার্টির সদর দপ্তরের সামনে গায়ে আগুন (Self Immolates)দিলেন তিনি। পথচলতি মানুষের চেষ্টায় তাঁকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে অখিলেশের (Akhilesh Yadav) দল।

Advertisement

জানা গিয়েছে, সমাজবাদী পার্টির (Samajwadi Party) ওই সদস্যের নাম আদিত্য ঠাকুর। তিনি দলের আলিগড় (Aligarh)শাখার একজন সক্রিয় সদস্য। রবিবার সকালে আলিগড় থেকে সটান চলে যান লখনউয়ের (Lucknow)বিক্রমাদিত্য মার্গে, দলের সদর দপ্তরের সামনে। কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান পথচলতি মানুষজন। তাঁদের তৎপরতায় বেঁচে যান আদিত্য ঠাকুর। এরপর ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। আদিত্যকে উদ্ধার করে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: TMC in Goa: গোয়ায় জোটের প্রস্তাব দিয়েছিল তৃণমূল, এখনও জবাব দেয়নি কংগ্রেস! নতুন দাবি মহুয়ার]

সংবাদমাধ্যমে এই ঘটনার যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, আদিত্য অত্যন্ত উত্তেজিত হয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি এই মুহূর্তে এখানেই জীবন শেষ করে দেব। আমাকে জেলে ভরেও থামানো যাবে না। আমি বিচার চাই।” এও অভিযোগ তুললেন, দল তাঁর অধিকারের প্রার্থীপদ কেড়ে নিয়েছে। ভোটের টিকিট তাঁর কাছ থেকে ছিনতাই করা হয়েছে। আদিত্যর আরও দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজে (Criminal cases) জড়িত থাকার মামলা নেই। তাহলে কেন দল তাঁকে ভোটে লড়াইয়ের সুযোগ দিল না? এই প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ছরা কেন্দ্রটি থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটের টিকিট পাবেন বলে খুব আশা ছিল আদিত্যর। সেই আশা চুরমার হওয়াতেই তাঁর আত্মহননের সিদ্ধান্ত। পুলিশি জেরায় তিনি এসব কবুল করেছেন।

[আরও পড়ুন: Abhishek Banerjee: সদ্যোজাতর হৃদযন্ত্রে সমস্যা, পাশে দাঁড়ানোর আর্তি বামমনস্ক শিল্পীর, এগিয়ে এল অভিষেকের টিম]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement