shono
Advertisement

ভ্যানচালকের খালি পা জুতোয় ঢেকে দিলেন পুলিশ কর্মী, মানবিক ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

মানুষের পাশে দাঁড়ানোই পুজো, মন্তব্য এক নেটিজেনের।
Posted: 07:12 PM Jul 05, 2022Updated: 10:13 PM Jul 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের কাজ চোর-ডাকাতদের নিয়ে। সমাজের অন্ধকার দিক নিয়ন্ত্রণে রাখাই তাঁদের কর্তব্য। মাঝমাঝে তাঁদের কঠোর সিদ্ধান্ত, এমনকী অমানবিকতা নিয়েও অভিযোগ ওঠে বটে, কিন্তু সব মানুষের মতোই সব পুলিশকর্মী এক ধাতুতে গড়া না। যেমন, সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশকর্মীর মানবিকতায় মুগ্ধ হলেন নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও। সকলেই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ। কী এমন করেছেন ওই পুলিশ আধিকারিক?

Advertisement

ভ্যানচালক এক ব্যক্তি, যার জুতো কেনার ক্ষমতা নেই, খালি পায়েই রোদে-জলে ঘুরে কাজ করতেন। সেই মানুষটাকেই নতুন জুতোজোড়া কিনে দিয়েছেন ওই পুলিশকর্মী। অসহায় গরিব মানুষটিকে অযাচিত উপহার তুলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যদিও ওই পুলিশকর্মীর নাম জানা যায়নি। ভিডিওটি টুইটারে (Twitter) পোস্ট করেন যোগীরাজ্যের পুলিশ বিভাগেরই এক আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী।

[আরও পড়ুন: একদিনেই ভোল বদল! কাশ্মীরে ধৃত জঙ্গিকে নিজেদের কর্মী বলতে অস্বীকার বিজেপির]

কয়েক সেকেন্ডের ভিডিওটিতে দেখা গিয়েছে, ভ্যানে ভারী মাল নিয়ে খালি পায়ে হাঁটছেন মধ্যবয়সী এক ব্যক্তি। এরপরেই দেখা যায়, চোখে সানগ্লাস পরা তরুণ পুলিশকর্মী ওই ব্যক্তিকে নতুন জুতোজোড়া উপহার দিচ্ছেন। জুতোটি পরে দেখেন ওই ভ্যানচালক। এরপর পুলিশকর্মীকে আবেগাপ্লুত কণ্ঠে ধন্যবাদ জানান। ভিডিওটির ক্যাপশানে পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী লেখেন, “অভিনন্দন জানানোর মতো কাজ করেছেন।” সতীর্থের উদ্দেশে আরও লেখেন- “আপনার পাশে আছি।”

[আরও পড়ুন: ‘কালী এমন দেবী যিনি মদ ও মাংস খান’, পোস্টার বিতর্কের মাঝেই মন্তব্য মহুয়া মৈত্রর]

উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) মানবিক কাজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে স্বভাবতই। পুলিশকর্মীর এমন কাজ মন ছুঁয়ে গিয়েছে অসংখ্য নেটিজেনদের। সকলেই ওই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লেখেন, “পুলিশকর্মীকে কুর্নিশ জানাই।” এক নেটিজেন লিখেছেন, “অনন্য মানবিকতা স্যার, আপনাকে স্যালুট আমার।” একটি আবেগঘন মন্তব্য- “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় পুজো।” আরও এক ব্যক্তির বক্তব্য, “মানব সভ্যতা এখনও বেঁচে, দেখছেন ঈশ্বর।” এখনও পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ভিউ হয়েছে ভিডিওটির। লাইক করেছেন ১৭ হাজার মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার